বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সাঁঝের পাখিরা ফিরিল কুলায় তুমি ফিরিলে না ঘরে
রাগ: মিশ্র বারোয়াঁ, তাল: দাদ্রা
সাঁঝের পাখিরা ফিরিল কুলায় তুমি ফিরিলে না ঘরে,
আঁধার ভবন জ্বলেনি প্রদীপ মন যে কেমন করে॥
উঠানে শূন্য কলসির কাছে
সারাদিন ধরে ঝ'রে প'ড়ে আছে
তোমার দোপাটি গাঁদা ফুলগুলি যেন অভিমান ভরে॥
বাসন্তী রাঙা শাড়িখানি তব ধূলায় লুটায় কেঁদে,
তোমার কেশের কাঁটাগুলি বুকে স্মৃতির সমান বেঁধে।
যাইনি বাহিরে আজ সারাদিন
ঝরিছে বাদল শ্রান্তিবিহীন
পিয়া পিয়া ব'লে ডাকিছে পাপিয়া এ বুকের পিঞ্জরে॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৭ খ্রিষ্টাব্দের জুন মাসে (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪)
এইচএমভি গানটির রেকর্ড করেছিল।
এর মাদার কাস্ট নম্বর ছিল ওএমসি ৩৮৮৭। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়। এই সময় নজরুলের বয়স ছিল
৩৮ বৎসর ১ মাস।
- রেকর্ড:
-
এইচএমভি [জুন ১৯৩৭ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪)। শিল্পী: সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়।
মাদার কাস্ট নম্বর ওএমসি ৩৮৮৭। সুরকার: নজরুল ইসলাম। মিশ্র বারোয়াঁ। রেকর্ডটি পরে বাতিল
হয়ে যায়।] উদ্ধারকৃত রেকর্ডের
শ্রবণ নমুনা।
-
এইচএমভি [এপ্রিল ১৯৪০ (চৈত্র ১৩৪৪-বৈশাখ ১৩৪৫)। এন ১৭৪৪৫। শিল্পী: ইন্দুবালা।
সুর কমল দাশগুপ্ত। ইমন মিশ্র-দাদরা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: আসাদুল হক।
নজরুল সঙ্গীত স্বরলিপি (চতুর্থ খণ্ড)।
দ্বিতীয় মুদ্রণ [নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। ২০ সংখ্যক গান। পৃষ্ঠা
১০০-১০২]
[নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষায়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
দাদরা
- গ্রহস্বর: সা