বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: যাই গো চ’লে যাই না-দেখা লোকে
	
	
       তাল : কাহারবা
যাই গো চ’লে যাই না-দেখা লোকে
            
জানিতে চির অজানায়।
নিরুদ্দেশের পথে মানস-রথে স্বপন-ঘুমে
           
মন যথা চ’লে যায়॥
সাগর-জলে পাতাল-তলে তিমিরে
অজানা মায়া আছে চিরদিন সে-দেশ ঘিরে
		─
মেঘলোকে পারায়ে চাঁদের বুকে গ্রহ-তারায়॥
যাই হিমগিরি-চূড়াতে, মেরুর তুষারে,
আকাশের দ্বার খুলে’ হেরিতে ঊষারে।
রামধনু ওঠে যথা পরীরা খেলে
যে-দেশ হইতে আসে এ জীবন, যেখানে হারায়॥
	
	- 
রচনাকাল ও স্থান:
	গানটির 
		রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
		১৯৪১ খ্রিষ্টাব্দের
		৪ ডিসেম্বর (বৃহস্পতিবার, ১৮ অগ্রহায়ণ ১৩৪৮) মাসে, হিন্দুস্তান রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল 
		৪২ বৎসর ৬ মাস। 
 
- রেকর্ড: 
হিন্দুস্থান রেকর্ড
		- মাদার কাস্টিং।  [৪ ডিসেম্বর ১৯৪১ (বৃহস্পতিবার, ১৮ অগ্রহায়ণ ১৩৪৮)।
মাদার কাস্ট নং - এইচ.এস.বি. ৩১৮১।
- প্রকাশিত রেকর্ড। ডিসেম্বর ১৯৪৩ (অগ্রহায়ণ-পৌষ ১৩৫০)। এইচ ১১২৪। শিল্পী: কুমারী তৃপ্তি সিংহ। সুরকার: নজরুল 
		ইসলাম। [শ্রবণ 
		নমুনা]
 
- স্বরলিপিকার ও স্বরলিপি:
	নজরুল সঙ্গীত স্বরলিপি (চতুর্থ খণ্ড)।
	দ্বিতীয় মুদ্রণ [নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। ১৯ সংখ্যক  গান। পৃষ্ঠা  ৯৭-৯৯]  
		[নমুনা] 
	
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়:
		- বিষায়াঙ্গ: মরমী (আকাঙ্ক্ষা)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: 
		কাহারবা 
		
- গ্রহস্বর: গা