বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঝড়-ঝঞ্ঝায় ওড়ে নিশান
মার্চের সুর, তাল: ফের্তা (দ্রুত-দাদ্রা ও কাহার্বা)
ঝড়-ঝঞ্ঝায় ওড়ে নিশান, ঘন-বজ্রে বিষাণ বাজে।
জাগো জাগো তন্দ্রা-অলস রে, সাজো সাজো রণ-সাজে
॥
দিকে দিকে ওঠে গান, অভিযান অভিযান!
আগুয়ান আগুয়ান হও ওরে আগুয়ান
ফুটায়ে মরুতে ফুল-ফসল।
জড়ের মতন বেঁচে কি ফল? কে র'বি প'ড়ে লাজে॥
বহে স্রোত জীবন-নদীর, চল চঞ্চল অধীর,
তাহে ভাসিবি কে আয়, দূর সাগর ডেকে যায়।
হ'বি মৃত্যু-পাথার পার, সেথা অনন্ত প্রাণ বিরাজে॥
পাঁওদল্ রণে চল্, চল্ রণে চল্
পাঁওদল আগে চল্ চল্ রণে চল্
মরুতে ফোটাতে পারে ওই পদতল প্রাণ-শতদল।
বিঘ্ন-বিপদে করি' সহায়
না-জানা পথের যাত্রী আয়,
স্থান দিতে হবে আজি সবায়, বিশ্ব-সভা-মাঝে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে (পৌষ- মাঘ
১৩৪০) টুইন রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল
৩৪ বৎসর
৭ মাস।
- রেকর্ড: টুইন [জানুয়ারি ১৯৩৪ (পৌষ- মাঘ ১৩৪০)।
এফটি ৩৩০৩। শিল্পী: সন্তোষ কুমার দাস]
[শ্রবণ
নমুনা]
- গ্রন্থ:
- গানের মালা
। প্রথম সংস্করণ
[আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)।
গানের মালা ৭৫। মার্চ-সংগীত।
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা।
৭৫। মার্চ-সংগীত। পৃষ্ঠা ২৩৭-২৩৮]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
আসাদুল হক।
নজরুল সঙ্গীত স্বরলিপি
(চতুর্থ খণ্ড)।
দ্বিতীয় মুদ্রণ [নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫। ২২ সংখ্যক গান। পৃষ্ঠা
১০৯-১১২]
[নমুনা]
- সুরকার:
কাজী নজরুল ইসলাম।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: স্বদেশ
- সুরাঙ্গ: সামরিক বাহিনীর মার্চের গান
- তাল: তালফেরতা (দাদরা এবং
কাহারবা)।
- গ্রহস্বর: সা।