বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে
যখন আমার গান ফুরাবে তখন এসো ফিরে
ভাঙবে সভা বসবো একা রেবা নদীর তীরে॥
গীত শেষে গগন তলে, শ্রান্ত-তনু পড়বে ঢলে
ভালো যখন লাগবে না আর সুরের সারঙ্গীরে॥
মোর কণ্ঠের জয়ের মালা তোমার গলায় নিও
ক্লান্তি আমার ভুলিয়ে দিও প্রিয় হে মোর প্রিয়।
ঘুমাই যদি কাছে ডেকো, হাতখানি মোর হাতে রেখো
জেগে যখন খুঁজবো তোমায় আকুল অশ্রু-নীরে
তখন এসো ফিরে॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের
১ ডিসেম্বর (শুক্রবার, ১৫ অগ্রহায়ণ ১৩৪৬)
তারিখে 'বেতার জগৎ' পত্রিকায় গানটি প্রকাশিত হয়েছিল। সম্ভবত এই পত্রিকায় প্রকাশের কিছু আগে গানটি রচিত হয়েছিল।
এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ৬ মাস।
- পত্রিকা: বেতার
জগৎ। ১ ডিসেম্বর, ১৯৩৯
খ্রিষ্টাব্দ
সংখ্যা।
রেকর্ড:
- মেগাফোন [জানুয়ারি
১৯৪১
খ্রিষ্টাব্দ (পৌষ-মাঘ ১৩৪৭)। জেএনজি ৫৫৪৩ শিল্পী :
বিনয় অধিকারী।
- ইলা বসু [রেকর্ড বিষয়ক তথ্যাদি পাওয়া যায় নি]
[শ্রবণ
নমুনা]
- বেতার:
হরপ্রিয়া
(গীতি আলেখ্য: কাফি ঠাটের রাগ)। কলকাতা বেতার কেন্দ্র। [৫ ডিসেম্বর
১৯৩৯ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৩৪৬)। সান্ধ্য অনুষ্ঠান। ৭.০৫-৭.৪৯।
- সূত্র:
- বেতার জগৎ। ১০ম বর্ষ ২৩ সংখ্যা।
অনুষ্ঠান সূচী। পৃষ্ঠা: ৯১৭
- The Indian Listener
(22 november 1939- Vol-IV-23.
page 1627)
- সুরকার:
কাজী নজরুল ইসলাম।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
নজরুল সঙ্গীত স্বরলিপি (চতুর্থ খণ্ড)।
দ্বিতীয় মুদ্রণ [নজরুল ইন্সটিটিউট। অগ্রহায়ণ ১৪০২। নভেম্বর ১৯৯৫।
১৮ সংখ্যক গান। পৃষ্ঠা ৯৪-৯৬] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
প্রেম
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী