বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: উতল হ'ল শান্ত আকাশ তোমার কলগীতে
উতল হ'ল শান্ত আকাশ
তোমার কলগীতে
বাদল ধারা ঝরে বুঝি তাই আজ নিশীথে
॥
সুর যে তোমার নেশার মত, মন্কে দোলায় অবিরত,
ফুল্কে শেখায় ফুটিতে গো, পাখিকে শিস্ দিতে॥
কেন তুমি গানের ছলে বঁধু, বেড়াও কেঁদে?
তীরের চেয়েও সুর যে তোমার প্রাণে অধিক বেঁধে।
তোমার সুরে কোন্ সে ব্যথা, দিল এতো বিহ্বলতা
(ওগো) আমি জানি সে বারতা তাই কাঁদি নিভৃতে॥
-
রচনাকাল ও স্থান: গানটি রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি।
সঙ্গীত বিজ্ঞান প্রকাশিকা পত্রিকার শ্রাবণ ১৩৪২ (জুলাই-আগষ্ট ১৯৩৫),
গানটি স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল।
স্বরলিপির প্রথামাংশের পাদটীকায় উল্লেখ, আছে -'উক্ত গানখানি 'হিজ
মাস্টার্স
ভয়েস' রেকর্ডে গীত হইয়াছে।- স্বরলিপিকার।' এই
উক্তি থেকে জানা যায় গানটি রেকর্ডে হয়েছিল
'শ্রাবণ ১৩৪২'-এর আগে।
এরপরে
১৯৩৫ খ্রিষ্টাব্দের
১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার, ১ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ),
এইচএমভি
রেকর্ড কোম্পানির
সাথে কয়েকটি গান প্রকাশের জন্য
নজরুল ইসলামের একটি চুক্তি হয়। এই চুক্তিপত্রে এই
গানটির উল্লেখ ছিল। আর রেকর্ড প্রকাশিত হয়েছিল আরও বিলম্বে। গানটি
পত্রিকায় প্রকাশের সময়
নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ২ মাস।
-
পত্রিকা:
- রেকর্ড বুলেটিন। এইচএমভি।
সেপ্টেম্বর ১৯৩৬। কথা ও সুর কবি নজরুল। শিল্পী মিস্ মড্ কষ্টেলা। প্রথম গান
পৃষ্ঠা: ৮-৯।
-
সঙ্গীত বিজ্ঞান প্রকাশিকা। শ্রাবণ ১৩৪২। জুলাই-আগষ্ট ১৯৩৫।
প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
[নমুনা]
- রেকর্ড:
- এইচএমভির
সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার,
১ আশ্বিন ১৩৪২)]
- এইচএমভি। সেপ্টেম্বর ১৯৩৬
(ভাদ্র-আশ্বিন ১৩৪৩)। এন ৯৭৭৭। মড কস্টেলো। সুরকার
নজরুল ইসলাম।
অর্কেষ্টাসহ। এর জুড়ি গান ছিল- মম মায়াময় স্বপনে [তথ্য]
- সুরকার:
- স্বরলিপিকার ও স্বরলিপি:
পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- রাগ: অর্কেষ্টাসহ। [সূত্র: রেকর্ড বুলেটিন, সেপ্টেম্বর ১৯৩৬]
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: সা