বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে

মম    মায়াময় স্বপনে কার বাঁশি বাজে গোপনে
        বিধুর মধুর স্বরে কে এলো, কে এলো সহসা॥
যেন   স্নিগ্ধ আনন্দিত চন্দ্রালোকে ভরিল আকাশ
        হাসিল তমসা কে এলো, কে এলো সহসা॥
        অচেনা সুরে কেন ডাকে সে মোরে
        এমন ক'রে ঘুমের ঘোরে ─
        নব-নীরদ-ঘন-শ্যামল কে এ চঞ্চল
        হেরিয়া তৃষিত-প্রাণ হলো সরসা
                          কে এলো, কে এলো সহসা॥
        কভু সে অন্তরে কভু দিগন্তরে
        এই সোনার মৃগ ভুলাতে আসে মোরে,
        দেখেছি ধ্যানে যেন এই সে সুন্দরে
        শুনেছি ইহারি বেণু প্রাণ-বিবশা
                          কে এলো, কে এলো সহসা॥