ঠুংরীর জলসা
প্রচার কেন্দ্র: কলকাতা কেন্দ্র
প্রচার সময়: শনিবার ২৯ নভেম্বর। ১৩ অগ্রহায়ণ, ১৩৪৮। তৃতীয় অধিবেশন। সন্ধ্যা ৭.৫০-৮.২৯টা পর্যন্ত।
রচনা ও প্রযোজনা: কাজী নজরুল ইসলাম
সঙ্গীতানুষঙ্গ: যন্ত্রীসংঘ
রূপদান: বেতার শিল্পীবৃন্দ
এই অনুষ্ঠানের সূচীপত্রে উল্লেখ ছিল-
[সূত্র:
- বেতার জগৎ। ১২শ বর্ষ ২২শ সংখ্যা। পৃষ্ঠা: ১৩৫৬
- The Indian Listener Vol VI No. 22 ]
ব্রহ্মমোহন ঠাকুরের রচিত 'বেতার জগৎ' গ্রন্থের ৯০ পৃষ্ঠায় এই অনুষ্ঠানের ৬টি গানের উল্লেখ রয়েছে। এর বাইরে আরও একটি গানের কথা জানা যায়। গানটি হলো- 'হে প্রিয়তম অন্তরে মম'। আসাদুল হক তাঁর রচিত 'নজরুল যখন বেতারে' [পৃষ্ঠ: ২২৪] গ্রন্থে এই গানটি যে 'ঠুংরী জলসা' ছিল- তার প্রামাণ্য উৎস হিসেবে- শৈলদেবীর কন্যা লীনা সাহার গানের খাতার কথা উল্লেখ করেছেন। সব মিলিয়ে 'ঠুংরি জলসা'র গানের সংখ্যা দাঁড়ায় ৭টি। এই গানগুলো হলো-