ঠুংরীর জলসা
কাজী নজরুল ইসলামের গীতি-আলেখ্য।

১‌৯৪১ খ্রিষ্টাব্দের ২৯ নভেম্বর  (শনিবার ১৩ অগ্রহায়ণ ১৩৪৮), সন্ধ্যা ৭.৫০-৮.২৯টা পর্যন্ত। কলকাতা বেতার কেন্দ্র-ক এর তৃতীয় অধিবেশনে প্রচারিত হয়েছিল। বেতার জগৎ এবং  The Indian Listener পত্রিকার সূত্রে এই অনুষ্ঠান সম্পর্কে যে তথ্য পাওয়া যায়, তা হলো-

ঠুংরীর জলসা
প্রচার কেন্দ্র: কলকাতা কেন্দ্র
প্রচার সময়: শনিবার ২৯ নভেম্বর। ১৩ অগ্রহায়ণ, ১৩৪৮। তৃতীয় অধিবেশন। সন্ধ্যা ৭.৫০-৮.২৯টা পর্যন্ত।
রচনা ও প্রযোজনা: কাজী নজরুল ইসলাম
সঙ্গীতানুষঙ্গ: যন্ত্রীসংঘ
রূপদান: বেতার শিল্পীবৃন্দ

এই অনুষ্ঠানের সূচীপত্রে উল্লেখ ছিল-

          [সূত্র: 

ব্রহ্মমোহন ঠাকুরের রচিত 'বেতার জগৎ' গ্রন্থের ৯০ পৃষ্ঠায় এই অনুষ্ঠানের ৬টি গানের উল্লেখ রয়েছে। এর বাইরে আরও একটি গানের কথা জানা যায়। গানটি হলো- 'হে প্রিয়তম অন্তরে মম'। আসাদুল হক তাঁর রচিত 'নজরুল যখন বেতারে' [পৃষ্ঠ: ২২৪] গ্রন্থে এই গানটি যে 'ঠুংরী জলসা' ছিল- তার প্রামাণ্য উৎস হিসেবে- শৈলদেবীর কন্যা লীনা সাহার গানের খাতার কথা উল্লেখ করেছেন।  সব মিলিয়ে 'ঠুংরি জলসা'র গানের সংখ্যা দাঁড়ায় ৭টি। এই গানগুলো হলো-

  1. কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়া [তথ্য]
  2. গাগরি ভরণে চলে চপলা ব্রজনারী [তথ্য]
  3. বঁধু তোমার আমার এই যে বিরহ [তথ্য]
  4. মহুয়া বনে আধো নিশীথ রাতে [তথ্য]
  5. রহি' রহি' কেন সেই মুখ পড়ে মনে [তথ্য]
  6. সুরে ও বাণীর মালা দিয়ে [তথ্য]
  7. হে প্রিয়তম অন্তরে মম  [তথ্য]