বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: গাগরি ভরণে চলে চপলা ব্রজনারী
গাগরি ভরণে চলে চপলা ব্রজনারী
যৌবন-লাবনি অঙ্গে বিথারি'।
কাজল-কালো নয়ন গরল মাখানো বাণ,
চকিত চাহনি হানে চতুরা শিকারি॥
চঞ্চল-অঞ্চল উড়ায়ে সাঁজের বায়
আধো আলো আধো ছায়া লুকোচুরি খেলে যায়,
রাঙা তপন হেসে লুকায় লতার পাশে কাঁদে দরশ-ভিখারি॥
- ভাবার্থ: এই গানে সুন্দরী চপলা ব্রজনারীর প্রেমঘন যৌবনশ্রীকে
উপস্থাপিত করা হয়েছে- শৃঙ্গার রসের অনুভাবে। বৈষ্ণবসঙ্গীতের উৎসভূমি হিসেবে
পরিচিত ব্রজধামের ব্রজনারী হয়েও, এই নারী ভক্তিমার্গের নয়। জল-ভরণে চলা এই নারী,
শৃঙ্গার অনুভাবে সিক্ত এমন নায়িকা, যে শ্রোতাকে ভক্তিমার্গের চেয়ে কামামার্গের
পথের অভিযাত্রী করে তোলে। চটুল প্রেমাশ্রিত ঠুমরী গানে এই নারী অধিষ্ঠিতা। তাই
এই গানটিকে বলা যায় শৃঙ্গার বা প্রেমের গান।
গানের স্থায়ীতে পাওয়া যায়- তার সচঞ্চল চলার পথের সপ্রেমে যৌবন-লাবণ্যশ্রীর
পরিচয়, চতুরা শিকারী মতো তার কটাক্ষ চাহনীর কথা। গানের শেষে সামান্য আভাষ পাওয়া
যায়- কোনো দর্শনার্থীর অদর্শনের ব্যথাতুর অনুভব।
এই ব্রজনারী তার যৌবন-লাবণ্যশ্রী ছড়িয়ে জল আনতে চলেছে। তার কাজল নয়নে রয়েছে
প্রেমকটাক্ষে ভরা প্রণয়বাণ। সে তার কাজল-কালো চতুর চাহনি দিয়ে অনায়াসে প্রেম
বাণে বিদ্ধ করতে পারে সে কোনো প্রেমিককে।
চঞ্চল-অঞ্চল উড়িয়ে সে চলে। তার এই চলনের সৌন্দর্য মিশে যায় সন্ধ্যার বাতাসে।
সন্ধ্যার রাঙা সূর্য যেন তার শেষ রশ্মিটুকি বিলিয়ে সকোতুকে সহাস্যে লতার পাশে
লুকায়। বনভূমিতে নেমে আসে আলো-ছায়ার লুকোচুরি খেলা। তার রূপের
দরশ-ভিখারি দৃষ্টিতে চপলা ব্রজনারী হয়ে ওঠে দেখা না-দেখা মেশা রহস্যময়ী। তাই
তার অদর্শনের মর্ম-বেদনায় দরশ-ভিখারী ক্রন্দসী হয়ে ওঠে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৯ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৫) মাসে,
এইচএমভি রেকর্ড কোম্পানি
এই গানটির প্রথম রেকর্ড করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ১
মাস।
- গ্রন্থ:
নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান
১২৫৯। রাগ: কাফি। পৃষ্ঠা ৩৮৩
- রেকর্ড:
মেগাফোন [জুলাই ১৯৩৯ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৫)। জেএনজি ৫৩৮১। শিল্পী:
ভবানী দাস। শ্রেণি: ঠুংরী]
- বেতার:
ঠুংরীর জলসা
(ঠুমরী গানভিত্তিক অনুষ্ঠান)।কলকাতা বেতার কেন্দ্র। [২৯ নভেম্বর ১৯৪১ (শনিবার ১৩ অগ্রহায়ণ ১৩৪৮),
সময়: সন্ধ্যা ৭.৫০-৮.২৯ মিনিট।
- সূত্র:
- বেতার জগৎ। ১২শ বর্ষ ২২শ সংখ্যা। পৃষ্ঠা: ১৩৫৬
- The Indian Listener Vol VI No. 22.page 87
পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: ঠুমরী
- রাগ: কাফি