কাবেরী-তীরে
কাজী নজরুল ইসলামের রচিত একটি গীতিনাট্য। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৩রা ফেব্রুয়ারি (শনিবার ২০শে মাঘ), প্রথম কলকাতা থেকে প্রচারিত হয়েছিল।

বেতার জগৎ-এর ১১শ বর্ষ ৩য় সংখ্যার অনুষ্ঠান সূচীতে [পৃষ্ঠা: ১৩৭] এই গীতিকা সম্পর্ক উল্লেখ ছিল-
সম্প্রচার কেন্দ্র: কলকাতা ক, মিডিয়াম ওয়েভ প্রোগ্রাম
সম্প্রচারের তারিখ: শনিবার, ৩ ফেব্রুয়ারি, ১৯৪০, ২০ মাঘ ১৩৪৬
সময়: সান্ধ্য অনুষ্ঠান। ৭.০৫-৭.৪৪ মিনিট
অনুষ্ঠানের নাম: কাবেরী তীরে (গীতিকা)
রচনা ও সংগঠনা: কবি নজরুল ইসলাম
সঙ্গীত প্রয়োগ: সুরেন্দ্রলাল দাসের নেতৃত্বে যন্ত্রীসঙ্ঘ
বিভিন্ন অংশে: শৈল দেবী ও বিমল মুখোপাধ্যায়। এই গীতিনাট্যে মেঘমালার গান গেয়েছিলেন শৈলদেবী এবং বণিকের গানগুলো গেয়েছিলেন বিমল মুখোপাধ্যায়।

এই গীতিনাট্যেরে নাট্যাংশ কবিতার ছন্দে রচিত। নাট্যাংশ বাদ দিলে এতে পাওয়া যায় মোট ৬টি গান পাওয়া যায়। এই গানগুলো হলো-

  1. ওগো বৈশাখী ঝড় [তথ্য]
  2. কাবেরী নদী জলে কে গো বালিকা [তথ্য]
  3. এসো চির-জনমের সাথি [তথ্য]
  4. নীলাম্বরী শাড়ি পরি' নীল যমুনায় কে যায় [তথ্য]
  5. রহি রহি কেন আজো সেই মুখ মনে পড়ে [তথ্য]
  6. নিশি রাতে রিম্‌ ঝিম্‌ ঝিম্‌ বাদল নূপুর [তথ্য]
এই গীতিকাটি কলকাতা বেতার কেন্দ্র থেকে পুনঃপ্রচার হয়েছিল ৮ নভেম্বর। বেতার জগৎ পত্রিকার ১২শ বর্ষ ২১শ সংখ্যার [পৃষ্ঠা: ১২৮০] অনুষ্ঠান সূচীতে এই গীতিকা সম্পর্ক উল্লেখ ছিল-

সম্প্রচার কেন্দ্র: কলকাতা বেতারকেন্দ্র, মিডিয়াম ওয়েভ প্রোগ্রাম
সম্প্রচারের তারিখ: শনিবার, ৮ নভেম্বর, ১৯৪১, ২২ কার্তিক ১৩৪৮
সময়: সান্ধ্য অনুষ্ঠান। ৭.৫০-৮.৩৯ মিনিট
অনুষ্ঠানের নাম: কাবেরী তীরে (গীতিচিত্র)
রচনা ও প্রযোজনা: কাজী নজরুল ইসলাম
সঙ্গীতানুসঙ্গ: যন্ত্রীসঙ্ঘ
রূপদান: বেতারশিল্পীবৃন্দ