বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নীলাম্বরী-শাড়ি পরি' নীল যমুনায় কে যায়
নীলাম্বরী-শাড়ি পরি' নীল যমুনায় কে যায়?
যেন জলে চলে থল-কমলিনী ভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায়॥
             কলসে কঙ্কণে রিনিঝিনি ঝনকে,
             চমকায় উন্মন চম্পা বনকে,
দলিত অঞ্জন নয়নে ঝলকে, পলকে খঞ্জন হরিণী লুকায়॥
অঙ্গের ছন্দে পলাশ-মাধবী অশোক ফোটে,
নূপুর শুনি' বনতুলসীর মঞ্জরি উলসিয়া ওঠে।
             মেঘ-বিজড়িত রাঙা গোধূলি
             নামিয়া এলো বুঝি পথ ভুলি,
তাহারি অঙ্গ তরঙ্গ-বিভঙ্গে কূলে কূলে নদী জল উথলায়॥