বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: কাবেরী নদী-জলে কে গো বালিকা
		
			
				
কাবেরী নদী-জলে কে গো বালিকা
আনমনে ভাসাও চম্পা-শেফালিকা॥
প্রভাত-সিনানে আসি আলসে
কঙ্কণ-তাল হানো কলসে
খেলে সমীরণ ল'য়ে কবরীর মালিকা॥
   দিগন্তে অনুরাগে নবারুণ জাগে
   তব জল ঢল ঢল করুণা মাগে।
   ঝিলাম, রেবা নদী তীরে,
   মেঘদূত বুঝি খুঁজে ফিরে
   তোমারেই তন্বী শ্যামা কর্ণাটিকা॥
					
			
		
	- রচনাকাল ও স্থান:গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ 
		খ্রিষ্টাব্দের ৩ ফেব্রুয়ারি (২০ মাঘ ১৩৪৬) তারিখে, বেতারে কাবেরী 
			তীরে" নামক একটি গীতিনাট্য প্রচারিত হয়। এই গীতিনাট্যে প্রথম এই গানটি ব্যবহার করা হয়েছিল। এই সময় নজরুলের বয়স 
ছিল ৪০ বৎসর ৮ মাস।
- গ্রন্থ:
	- নজরুল গীতি, অখণ্ড
	- প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর 
	১৯৭৮] 
- দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই 
	১৯৮১] 
- তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪। রাগ-প্রধান গান। ৮২১ সংখ্যক গান। পৃষ্ঠা 
	২১১] 
- পরিবর্ধিত সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। বৈশাখ শ্রাবণ ১৪১৩। এপ্রিল-মে ২০০৬] ভৈরবী-গজল। ৮১১ সংখ্যাক গান। পৃষ্ঠা: 
	১৫২। 
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৪১। পৃষ্ঠা ১৪]
	
-  
	
	নজরুল-সঙ্গীত স্বরলিপি, 
	দ্বিতীয় খণ্ড। স্বরলিপিকার:
	সুধীন দাশ। 
	প্রথম প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। পৌষ ১৪০২। ডিসেম্বর ১৯৯৫। ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা 
	৮৭-৮৮] 
- বুলবুল─দ্বিতীয় খণ্ড (গান, ১১ই জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দ)। নজরুল-রচনাবলী─ষষ্ঠ খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী, ১২ই ভাদ্র ১৪১৪। ২৭শে আগস্ট, ২০০৭। ৩৯ সংখ্যক গান। পৃষ্ঠা ২৭২-২৭৩]
	
 
 
 
- পত্রিকা: বেতার জগৎ [১৬ ফেব্রুয়ারি ১৯৪০ (শুক্রবার, ৩ ফাল্গুন ১৩৪৬)]
কাবেরী তীরে (গীতি-নাট্য) 
[কাবেরী তীরে-এর গানের নমুনা]
- বেতার: 
		
	
		- কাবেরী 
				তীরে (গীতি-নাট্য)।
		
			- প্রথম প্রচার। কলকাতা বেতার কেন্দ্র। [শনিবার ৩ ফেব্রুয়ারি ১৯৪০ (২০ 
					মাঘ ১৩৪৬)।  চরিত্র-  
				মেঘমালা। শিল্পী-
				শৈল দেবী।
			
				- সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ ৩য় সংখ্যা।  পৃষ্ঠা: ১৩৭
 
- দ্বিতীয় প্রচার: কলকাতা বেতার কেন্দ্র। ৮ নভেম্বর ১৯৪১ 
		খ্রিষ্টাব্দ (শনিবার ২২ কার্তিক ১৩৪৮)।
				-  সূত্র: বেতার জগৎ 
পত্রিকার ১২শ বর্ষ ২১শ সংখ্যার [পৃষ্ঠা: ১২৮০] 
 
 
 
	- রেকর্ড:
	হিন্দুস্থান [জানুয়ারি ১৯৪১ খ্রিষ্টাব্দ (পৌষ-মাঘ ১৩৪৭)। এইচ ৮৭৬। শিল্পী 
		সুপ্রভা ঘোষ]
 
- সুরকার: কাজী নজরুল ইসলাম।
			[নজরুল-সঙ্গীত 
			স্বরলিপি, 
			দ্বিতীয় খণ্ড (কবি
			নজরুল ইন্সটিটিউট)। 
			পৃষ্ঠা ৮৭]
 
- স্বরলিপি ও স্বরলিপিকার: 
	সুধীন দাশ। 
	
	নজরুল-সঙ্গীত স্বরলিপি, 
	দ্বিতীয় খণ্ড।  দ্বিতীয় 
	মুদ্রণ হয়, পৌষ, ১৪০২ বঙ্গাব্দ/ ডিসেম্বর, ১৯৯৫ খ্রিষ্টাব্দে। ১৬ সংখ্যক গান] [স্বরলিপি:
	নমুনা] 
	
 
- পর্যায়: