কাবেরী-তীরে
কাজী নজরুল ইসলামের রচিত একটি গীতিকা। এই গীতিকাটি দুইবার কলকাতা বেতার কেন্দ্র  
থেকে প্রচারিত হয়েছিল। 
প্রথম প্রচার
বেতার জগৎ পত্রিকার ১১শ বরত্ষ ৩য়্ সংখ্যার অনুষ্ঠান সূচী [পৃষ্ঠা: ১৩৭] এই গীতকাটি 
সম্পর্কে যা জানা যায়, তা হলো-
	সম্প্রচার কেন্দ্র:
	কলকাতা বেতার কেন্দ্র
সম্প্রচারের তারিখ ও সময়: শনিবার, ৩ 
	ফেব্রুয়ারি ১৯৪০ (২০ মাঘ ১৩৪৬)। সান্ধ্য অধিবেশন। 
	৭,০৫-৭. ৪৪ মিনিট।
	অনুষ্ঠানের নাম: কাবেরী তীরে (গীতিকা)
	রচনা ও সংগঠনা: 
	কাজী নজরুল ইসলাম
	সঙ্গীত প্রয়োগ: সুরেন্দ্রলাল দাসের নেতৃত্বে যন্ত্রীসঙ্ঘ
	বিভিন্ন অংশে: শৈল 
	দেবী ও বিমল মুখোপাধ্যায়
বেতার জগৎ পত্রিকার ১১শ বর্ষ ৪র্থ সংখ্যায় [পৃষ্ঠা: 
১৭৪-১৭৬] কাবেরী তীরের গানগুলো প্রকাশিত হয়েছিল।
            
কাবেরী তীরের নমুনা
এই গীতিনাট্যেরে নাট্যাংশ কবিতার ছন্দে রচিত। নাট্যাংশ বাদ দিলে এতে পাওয়া যায় মোট ৬টি গান পাওয়া যায়। 
এই গানগুলোর প্রকাশের বর্ণানুক্রমিক তালিকা তুলে ধরা হলো।
- এসো চির-জনমের সাথি  [দ্বিতীয় গান। নাগ স্বরাবলী-তেতালা] [তথ্য]
- ওগো বৈশাখী ঝড় [ষষ্ঠ গান। মনোরঞ্জনী-তেতালা ঢিমা] [তথ্য]
- কাবেরী নদী জলে কে গো বালিকা 
	[প্রথম গান। শুদ্ধ-সামন্ত-তেতালা] [তথ্য]
- নিশি-রাতে রিম্ ঝিম্ ঝিম্ 
বাদল-নূপুর [পঞ্চম গান] 
[তথ্য]
- নীলাম্বরী শাড়ি পরি' নীল 
যমুনায় কে যায়  [তৃতীয় গান। নীলাম্বরী-তেতালা]
[তথ্য]
- রহি' রহি' কেন সে-মুখ পড়ে মনে [চতুর্থ গান। নারায়ণী-আদ্ধা কাওয়ালী] [তথ্য]
দ্বিতীয় প্রচার
বেতার জগৎ পত্রিকার ১২শ বর্ষ ২১শ সংখ্যার অনুষ্ঠান সূচী [পৃষ্ঠা: ১২৮০] এই 
গীতকাটি সম্পর্কে যা জানা যায়, তা হলো-
সম্প্রচার কেন্দ্র:
	কলকাতা বেতার কেন্দ্র
সম্প্রচারের তারিখ ও সময়: শনিবার, ৮ 
	নভেম্বরি ১৯৪১ (২২ কার্তিক ১৩৪৮)। সান্ধ্য অধিবেশন। 
	৭.৫০-৮. ২৯ মিনিট।
	অনুষ্ঠানের নাম: কাবেরী তীরে (গীতিচিত্র)
	রচনা ও প্রযোজনা: 
	কাজী নজরুল ইসলাম
	সঙ্গীতানুষঙ্গ: যন্ত্রীসঙ্ঘ
	বর্ণনা: অনিল দাস
	রূপদান: বেতার 
	শিলপীবৃন্দ
২৫শে বৈশাখ ১৩৬৫ (বৃহস্পতিবার, ৪ মে ১৯৫৮)] তারিখে প্রকাশিত 
'শেষ সওগাত' কাব্যগ্রন্থে 'কাবেরী-তীরে' শিরোনামে প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল।