নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
দ্বিতীয় খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ই জ্যৈষ্ঠ, ১৩৯৪ বঙ্গাব্দ/২৬শে মে ১৯৮৭ খ্রিষ্টাব্দে। দ্বিতীয় মুদ্রণ হয়, পৌষ, ১৪০২ বঙ্গাব্দ/ ডিসেম্বর, ১৯৯৫ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, ১৯৮৭ সালে তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য, এই পরিষদের সভানেত্রী ছিলেন লায়লা আর্জ্জুমান্দ বানু। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন শেখ লুৎফর রহমান, বেদারউদ্দিন আহমদ, সোহরাব হোসেন, সুধীন দাশ এবং নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।

নজরুল সঙ্গীত স্বরলিপি  প্রথম খণ্ডের সমুদয় গানের স্বরলিপি করেছেন সুধীন দাশ। স্বরলিপিকার এই গ্রন্থটি উৎসর্গ করেছেন তাঁর পরলোকগত জ্যেষ্ঠভ্রাতা এবং তাঁর সঙ্গীতগুরু সঙ্গীত-আচার্য সুরেন দাশ-কে। গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।

  1. অন্তরে তুমি আছ চিরদিন [তথ্য] [নমুনা]
  2. আজি মনে মনে লাগে হোরী [তথ্য] [নমুনা]
  3. এস প্রিয় আরো কাছে [তথ্য] [নমুনা]
  4. ও কে চলিছে বনপথে একা [তথ্য] [নমুনা]
  5. ও কে মুঠি মুঠি আবীর কাননে ছড়ায় [তথ্য] [নমুনা]
  6. কাবেরী নদীজলে কে গো বালিকা ] [তথ্য] [নমুনা]
  7. কিশোর রাখালবেশে মেষ চারণে যায় নবী  [তথ্য] [নমুনা]
  8. কে বিদেশী বন উদাসি' বাঁশের বাঁশী বাজাও বনে [তথ্য] [নমুনা]
  9. গুণে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায় [তথ্য] [নমুনা]
  10. ঘুমাইতে দাও শ্রান্ত রবি-রে জাগা'য়ো না [তথ্য] [নমুনা]
  11. চোখ গেল চোখ গেল কেন ডাকিস্ রে [তথ্য] [নমুনা]
  12. তোমার বিনা-তারের গীতি [তথ্য] [নমুনা]
  13. ধর্মের পথে শহীদ যাহারা (আমরা সেই সে জাতি) [তথ্য] [নমুনা]
  14. নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল [তথ্য] [নমুনা]
  15. পদ্মার ঢেউ রে [তথ্য] [নমুনা]
  16. প্রজাপতি ! প্রজাপতি ! [তথ্য] [নমুনা]
  17. বাঁশি বাজায় কে কদমতলায় ওলো ললিতে [তথ্য] [নমুনা]
  18. ব্রজগোপী খেলে হোরী [তথ্য] [নমুনা]
  19. মনের রঙ লেগেছে বনের পলাশ জবা অশোকে [তথ্য] [নমুনা]
  20. মেঘলা নিশি ভোরে মন যে কেমন করে [তথ্য] [নমুনা]
  21. মোর প্রথম মনের মুকুল ঝ'রে গেল হায় মনে [তথ্য] [নমুনা]
  22. শুকনো পাতার নূপুর পায়ে [তথ্য] [নমুনা]
  23. সাধ জাগে মনে পরজীবনে [তথ্য]  [নমুনা]
  24. স্বপনে এসেছিল মৃদুভাষিণী [তথ্য] [নমুনা]
  25. স্বপ্নে দেখি স্বপ্নে দেখি একটি নতুন ঘর [তথ্য] [নমুনা]