বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: স্বপ্নে দেখি একটি নতুন ঘর
				
					
						
							                 
							         
							স্বপ্নে দেখি একটি নতুন ঘর
         
							তুমি আমি দু'জন প্রিয় তুমি আমি দু'জন।
							         
							বাহিরে বকুল-বনে কুহু পাপিয়া করে 
			কুজন॥
         
							        আবেশে ঢুলে' ফুল-শয্যায় শুই
							         
							        মুখ টিপে হাসে মল্লিকা যুঁই 
							
         
							কানে কানে গানে গানে কহে 'চিনেছি উতল 
			সমীরণ'॥
        
							 পূর্ণিমা চাঁদ কয়, গান আর সুর, চঞ্চল 
			ওরা দু'জন
         
							প্রেম-জ্যোতি আনন্দ-আঁখিজল, ছল ছল ওরা 
			দু'জন।
         
							মৌমাছি কয়, গুন্ গুন্ গান গাই
							         
							মুখোমুখি দু'জনে সেইখানে যাই
							         
							শারদীয়া শেফালি গায়ে পড়ে কয় 
							
							─
							
							         
							'ব্রজের মধুবন 
							─
							এই তো ব্রজের মধুবন'॥
					
				
	
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের অক্টোবর  (আশ্বিন-কার্তিক ১৩৪৯) 
	মাসে 
			এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময়ে নজরুলের বয়স ছিল ৪৩ বৎসর ৪ মাস। 
	
	
 
 
- গ্রন্থ: 
	
	- নজরুল গীতি, অখণ্ড
	
	- প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর 
	১৯৭৮] 
- দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই 
	১৯৮১] 
- তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪। কাব্য-গীতি। ৭৩৭ সংখ্যক গান। পৃষ্ঠা 
	১৯১] 
- পরিবর্ধিত সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। বৈশাখ শ্রাবণ ১৪১৩। এপ্রিল-মে ২০০৬] ভৈরবী-গজল। ৭৩৪ সংখ্যাক গান। পৃষ্ঠা: 
	১৩৮। 
 
- নজরুল গীতিমালা 
	২য় খণ্ড। প্রথম প্রকাশ [বাঙলা একাডেমী, ঢাকা। মাঘ ১৩৭৬। ফেব্রুয়ারী ১৯৭০। ৫ সংখ্যক গান। পৃষ্ঠা 
	১২-১৫। 
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২৮। পৃষ্ঠা 
	৯] 
-  
	নজরুল-সঙ্গীত স্বরলিপি, 
	দ্বিতীয় খণ্ড। প্রথম প্রকাশ। স্বরলিপিকার:
	সুধীন দাশ।  দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। পৌষ ১৪০২। ডিসেম্বর ১৯৯৫। ৩য় গান। পৃষ্ঠা 
	৩০-৩৪] 
- নবরাগ
	
	- নজরুল ইন্সটিটিউট। সেপ্টেম্বর ২০০৫ খ্রিষ্টাব্দ। ২৯ সংখ্যক গান। পৃষ্ঠা 
	৭৮-৮২] 
	 [নমুনা]
	
- নবরাগ দ্বিতীয় সংস্করণ। [হরফ প্রকাশনী। কবি নজরুলের ৭৩তম জন্মদিন, ১৩৭৯ বঙ্গাব্দ। ২৯ সংখ্যক গান। পৃষ্ঠা 
	৮৩-৮৭] 
 
- বুলবুল─দ্বিতীয় খণ্ড (গান, ১১ই জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দ)। নজরুল-রচনাবলী─ষষ্ঠ খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী, ১২ই ভাদ্র ১৪১৪। ২৭শে আগস্ট, ২০০৭। ৭০ সংখ্যক গান। পৃষ্ঠা ২৮৯]
	
 
 
- রেকর্ড:
	এইচএমভি [অক্টোবর ১৯৪২ (আশ্বিন-কার্তিক ১৩৪৯) । এন ২৭৩৩১। শিল্পী:  
			 যূথিকা 
	রায়। [শ্রবণ নমুনা]
- সুরকার: 
	কমল দাশগুপ্ত
 
- স্বরলিপি ও স্বরলিপিকার: 
	
- পর্যায়:
		- বিষয়াঙ্গ:
				প্রেম 
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান (আধুনিক)। 
- রাগ: রাগের উল্লেখ নেই।
- তাল: 
				
		দ্রুত 
				
দাদরা।
- গ্রহস্বর: মা।