বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চোখ গেল' 'চোখ গেল' কেন ডাকিস রে
'চোখ গেল' 'চোখ গেল' কেন ডাকিস রে
চোখ গেল পাখি (রে)।
তোর ও চোখে কাহার চোখ পড়েছে নাকি রে
চোখ গেল পাখি (রে)॥
চোখের বালির জ্বালা জানে সবাই রে
চোখে যার চোখ পড়ে তার ওষুধ নাই রে
কেঁদে কেঁদে অন্ধ হয় তাহার আঁখি রে॥
তোর চোখের জ্বালা বুঝি নিশি রাতে বুকে লাগে
চোখ গেল ভুলে রে 'পিউ কাঁহা' 'পিউ কাঁহা' বলে
তাই ডাকিস অনুরাগে রে।
ওরে বন পাপিয়া কাহার গোপন্-প্রিয়া
ছিলি আর জনমে
আজো ভুলতে নারিস আজো ঝুরে হিয়া
ওরে পাপিয়া বল্ যে হারায় তাহারে কি
পাওয়া যায় ডাকি' রে॥
- রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের ১৪ জুন ১৯৪১ (শনিবার ৩১ জ্যৈষ্ঠ ১৩৪৮),
কলকাতা বেতারকেন্দ্র থেকে পদ্মার ঢেউ (গীত চিত্র) প্রচারিত হয়েছিল।
এই সময় নজজরুলের বয়স ছিল ৪২ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- নজরুল গীতি, অখণ্ড
- প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর
১৯৭৮]
- দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই
১৯৮১]
- তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪। লোকগীতি। ২০৩৭ সংখ্যক গান। পৃষ্ঠা
৫৩৮-৫৩৯]
- পরিবর্ধিত সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। বৈশাখ শ্রাবণ ১৪১৩। এপ্রিল-মে ২০০৬] ভৈরবী-গজল। ১৭৭৩ সংখ্যাক গান। পৃষ্ঠা:
৩৫১।
- নজরুল-রচনাবলী─অষ্টম খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী, ১২ই ভাদ্র ১৪১৫। ২৭শে আগস্ট, ২০০৮। নন্দিনী (চলচ্চিত্রের গান)। পৃষ্ঠা
৩৩৪]
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৩৮। পৃষ্ঠা
১৩]
- নজরুল-সঙ্গীত স্বরলিপি,
দ্বিতীয় খণ্ড। স্বরলিপিকার:
সুধীন দাশ। প্রথম প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। পৌষ ১৪০২। ডিসেম্বর ১৯৯৫। ১৩ সংখ্যক গান। পৃষ্ঠা
৭৪-৭৯]
- বুলবুল─দ্বিতীয় খণ্ড (গান, ১১ই জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দ)। নজরুল-রচনাবলী─ষষ্ঠ খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী, ১২ই ভাদ্র ১৪১৪। ২৭শে আগস্ট, ২০০৭। ৮২ সংখ্যক গান। পৃষ্ঠা ২৯৫-২৯৬]
- বেতার:
পদ্মার ঢেউ (গীত চিত্র)।
কলকাতা বেতার কেন্দ্র, ক। তৃতীয় অধিবেশন। [১৪ জুন
১৯৪১ (শনিবার ৩১ জ্যৈষ্ঠ ১৩৪৮)] সময়: ৮-৮.৩৯ মিনিট।
[সূত্র: বেতার জগত। ১২শ বর্ষ ১১শ সংখ্যা। [পৃষ্ঠা: ৬৫২]
- চলচ্চিত্র:
নন্দিনী (চলচ্চিত্র)।
পরিচালক:
শৈলজানন্দ মুখোপাধ্যায়। [রূপবাণী প্রেক্ষাগৃহ। ৮ নভেম্বর ১৯৪১ খ্রিষ্টাব্দের (শনিবার ২২
কার্তিক ১৩৪৮)। সঙ্গীত পরিচালক:
হিমাংশু দত্ত
। [প্রচার
পুস্তিকা]
- রেকর্ড:
হিন্দুস্থান রেকর্ড
[নভেম্বর ১৯৪১ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৮)। এইচ ৯৬৯। শিল্পী
শচীন দেববর্মণ।