পদ্মার ঢেউ
কাজী নজরুল ইসলামের রচিত একটি গীতিনাট্য। ১৯৪১ খ্রিষ্টাব্দের ১৪ই জুন (শনিবার ৩১ জ্যৈষ্ঠ ১৩৪৮), সন্ধ্যা ৮.০০টা প্রথম কলকাতা থেকে প্রচারিত হয়েছিল।

বেতার জগতের ১২শ বর্ষ ১১শ সংখ্যায় প্রকাশিত 'আমাদের কথা' বিভাগে [পৃষ্ঠা: ৫৯৮] এ্ই অনুষ্ঠান সম্পর্কে লেখা হয়েছিল-
'পদ্মার ঢেউয়ের তালে তালে নৌকার মাঝিদের নিজস্ব সঙ্গীত নদী-বক্ষে যে মায়াজাল বিস্তার ক'রে তারই সুন্দর রূপ বিকশিত হ'য়ে উঠ্‌বে ১৪ই জুন শনিবার রাত্রি আটটায়। এই "পদ্মার-ঢেউ" আসরটির গানগুলি কবি নজরুল ইসলামের রচনা এবং সে গানগুলিতে তিনিই সুর-যোজনা করেছেন। আমরা আশা করি, আমাদের শ্রোতৃবৃন্দ এ অনুষ্ঠানটি শুনতে বিস্মৃত হবেন না।"
বেতার জগতের ১২শ বর্ষ ১১শ সংখ্যায় প্রকাশিত অনুষ্ঠানসূচী [পৃষ্ঠা: ৬৫২] থেকে এই অনুষ্ঠানের সম্প্রচারের যা জানা যায়, তা হলো-
সম্প্রচার কেন্দ্র: কলকাতা কেন্দ্র। ক
সময়: শনিবার, ১৪ জুন ১৯৪১, ৩১ জ্যৈষ্ঠ ১৩৪৮।  তৃতীয় অধিবেশন। ৮-৮.৩৯ মিনিট।
অনুষ্ঠান: "পদ্মার ঢেউ"। [বাউল ও ভাটিয়ালীর গীতিচিত্র]
রচনা ও প্রযোজনা: কাজী নজরুল ইসলাম
সঙ্গীতানুষঙ্গ: যন্ত্রী সঙ্ঘ
বর্ণনা: অনিল দাস
রূপদান: চিত্তরঞ্জন রায়, শৈল দেবী ও ইলা ঘোষ
এই গীতিনাট্যে ৬টি মোট ব্যবহৃত হয়েছিল। এই গানগুলো হলো-

  1. এ কূল ভাঙে ও কূল গড়ে [তথ্য]
  2. ও বন্ধু আমার অকালে ঘুম ভাঙাইয়া [তথ্য]
  3. ও বন্ধু! দেখ্‌লে তোমায় বুকের মাঝে [তথ্য]
  4. ওরে ভাটির নদী লয়ে যাও মোরে [তথ্য]
  5. চোখ গেল চোখ গেল কেন ডাকিস্‌ রে  [তথ্য]
  6. পদ্মার ঢেউ রে [তথ্য]