বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
ওরে ভাটির নদী লয়ে যাও মোরে সেই সাগর জল
ওরে ভাটির নদী লয়ে যাও মোরে সেই সাগর জলে।
যে সাগর ছুঁলে মরা গাঙে আবার জোয়ার উথলে॥
মোর আঁখি শুকায়ে,
বিরহে বালুচরে গেছে লুকায়ে,
মোর নীরস বুকে আর জোয়ার আসে না, ওপারে তরণী আর নাহি চলে॥
সাগরে গিয়ে মোর নাগরে কহিব বঁধু হে,
তব করুণা মেঘের জলে খালি বুক ভরে না না পেলে পরম মধু হে।
দিয়ে কেন কেড়ে নিলে স্রোতের বারি,
আর বিরহ-যাতনা সহিতে নারি।
দুয়ার ভাঙিয়া প্রেমের জোয়ারে আসিয়া লয়ে যাও চরণ-তলে॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৪১ খ্রিষ্টাব্দের ১৪ই জুন (শনিবার ৩১ জ্যৈষ্ঠ
১৩৪৮), সন্ধ্যা ৮.০০টা প্রথম
কলকাতা থেকে প্রচারিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ১ মাস।
- বেতার: পদ্মার ঢেউ (গীত চিত্র)।
কলকাতা বেতার কেন্দ্র, ক। তৃতীয় অধিবেশন। [১৪ জুন
১৯৪১ (শনিবার ৩১ জ্যৈষ্ঠ ১৩৪৮)] সময়: ৮-৮.৩৯ মিনিট।
[সূত্র: বেতার জগত। ১২শ বর্ষ ১১শ সংখ্যা। [পৃষ্ঠা: ৬৫২]
- গ্রন্থ:নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২।
গান সংখ্যা ২২২১]