বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মেষ চারণে যায় নবী কিশোর রাখাল বেশে
(কিশোর রাখাল বেশে মেষ চারণে যায় নবী)
মেষ
চারণে
যায় নবী কিশোর রাখাল বেশে
নীল রেশমি রুমাল বেঁধে তাঁর চারু-চাঁচর কেশে॥
তাঁর রাঙা পদতলে পুলকে ধরা
টলে
তাঁর রূপ-লাবনির ঢলে মরুভূমি গেল ভেসে॥
তাঁর মুখে রহে চাহি মেষ-শিশু তৃণ ভুলি',
বিশ্বের শাহানশাহ্ আজ মাখে গোঠের ধূলি,
তাঁর চরণ-নখরে কোটি চাঁদ কেঁদে মরে
তাঁর ছায়া ক’রে
চলে আকাশে মেঘ এসে॥
কিশোর নবী গোঠে চলে
তাঁর চরণ-ছোঁয়ায় পথের পাথর মোম্ হয়ে যায় গ'লে।
তস্লিম জানায় পাহাড় চরণে ঝুঁকে তাঁহার।
নারাঙ্গি, আঙুর, খর্জুর্, পায়ে নজ্রানা দেয় হেসে॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের মার্চ
(ফাল্গুন-চৈত্র ১৩৪০) মাসে,
এইচএমভি
রেকর্ড কোম্পানি থেকে এই গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল।
এই সময়
নজরুল ইসলামের
বয়স ছিল ৩৪ বৎসর ৯ মাস।
- গ্রন্থ:
- অগ্রন্থিত গান। নজরুল-রচনাবলী─দশম খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯। ৫২ সংখ্যক গান। পৃষ্ঠা
২২০-২২১]
- নজরুল গীতি, অখণ্ড
- প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর
১৯৭৮]
- দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই
১৯৮১]
- তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪। ইসলামী গান। ১০৪৯ সংখ্যক গান। পৃষ্ঠা
২৬৫]
- পরিবর্ধিত সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। বৈশাখ শ্রাবণ ১৪১৩। এপ্রিল-মে ২০০৬] ভৈরবী-গজল। ১০৮৭ সংখ্যাক গান। পৃষ্ঠা:
২০৫-২০৬।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৩৬। পৃষ্ঠা
১২]
-
নজরুল-সঙ্গীত স্বরলিপি,
দ্বিতীয় খণ্ড। স্বরলিপিকার:
সুধীন দাশ।
প্রথম প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। পৌষ ১৪০২। ডিসেম্বর ১৯৯৫। ১১ সংখ্যক গান। পৃষ্ঠা ৬৩-৬৮]
নজরুল সঙ্গীত সম্ভার। বাংলা একাডেমী, ঢাকা। বৈশাখ ১৩৮৯/এপ্রিল ১৯৮২। পাণ্ডুলিপি-৪২। ইসলামী ধর্ম্মসঙ্গীত।
রেকর্ড:
-
এইচএমভি [মার্চ ১৯৩৪
(ফাল্গুন-চৈত্র ১৩৪০) এন ৭২০২। শিল্পী: গণি মিঞা
(ধীরেন্দ্রনাথ দাস)।
এর জুড়ি গান -
- তোমার বাণীরে করি নি গ্রহণ [তথ্য]
- পায়োনিয়র। [মে ১৯৩৯ বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৬) এন.কিউ ১০৩। শিল্পী: দিলওয়ার হোসেন (চিত্ত রায়)
স্বরলিপি ও স্বরলিপিকার:
সুধীন দাশ।
নজরুল-সঙ্গীত স্বরলিপি,
দ্বিতীয় খণ্ড। দ্বিতীয়
মুদ্রণ হয়, পৌষ, ১৪০২ বঙ্গাব্দ/ ডিসেম্বর, ১৯৯৫ খ্রিষ্টাব্দে। একাদশ গান]
[নমুনা]
পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামী গান, নাত)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান।
- রাগ: রাগের উল্লেখ নেই।
- তাল:
দাদরা।
- গ্রহস্বর: সরা।