বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি
		
			
				
					
						
					          
					
          ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি
          সাম্য-মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি॥
						          পাপ-বিদগ্ধ তৃষিত ধরার লাগিয়া আনিল 
				যাঁরা
          মরুর তপ্ত বক্ষ নিঙাড়ি শীতল শান্তি-ধারা
          উচ্চ-নীচের ভেদ ভাঙি দিল সবারে বক্ষ পাতি'॥
          কেবল মুসলমানের লাগিয়া আসেনি'ক ইসলাম
          সত্যে যে চায় আল্লায় মানে মুসলিম তারি নাম
          আমির ফকিরে ভেদ নাই  
						
						─  সবে ভাই, সব এক সাথি॥
						          নারীরে প্রথম দিয়াছি মুক্তি, নর্ সম 
				অধিকার
          মানুষের গড়া প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার
          আঁধার রাতির বোরখা উতারি এনেছি আশার-ভাতি॥
					
				
			
		
	
	- রচনাকাল ও স্থান: গানটির 
	রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। হানাফী
				 পত্রিকার ১৫ই পৌষ, ১৩৪১ বঙ্গাব্দ 
	(রবিবার, ৩০ ডিসেম্বর ১৯৩৪) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়। এই সময়
	নজরুলের 
	বয়স ছিল ৩৫ বৎসর ৭ মাস।
 
- গ্রন্থ: 
	
	- নজরুল গীতি, অখণ্ড
	
	- প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর 
	১৯৭৮] 
- দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই 
	১৯৮১] 
- তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪। ইসলামী গান। ১০৯৮ সংখ্যক গান। পৃষ্ঠা 
	২৭৯] 
- পরিবর্ধিত সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। বৈশাখ শ্রাবণ ১৪১৩। এপ্রিল-মে ২০০৬] ভৈরবী-গজল। ১৯০৯ সংখ্যাক গান। পৃষ্ঠা: 
	৩৮৬। 
 
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৩৫। পৃষ্ঠা 
	১১-১২] 
- নজরুল-সঙ্গীত স্বরলিপি দ্বিতীয় খণ্ড। প্রথম প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। পৌষ ১৪০২। ডিসেম্বর ১৯৯৫। ১০ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৯-৬২] 
	
- বুলবুল─দ্বিতীয় খণ্ড (গান, ১১ই জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দ)। নজরুল-রচনাবলী─ষষ্ঠ খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী, ১২ই ভাদ্র ১৪১৪। ২৭শে আগস্ট, ২০০৭। ৪৫ সংখ্যক গান। পৃষ্ঠা 
	২৭৬] 
- নজরুল সঙ্গীত সম্ভার। বাংলা একাডেমী, ঢাকা। বৈশাখ ১৩৮৯/এপ্রিল ১৯৮২। পাণ্ডুলিপি-২০। ইসলামী ধর্ম্মসঙ্গীত।
	
 
 
- পত্রিকা: 
		- হানাফী
				। [১৫ই পৌষ, ১৩৪১ বঙ্গাব্দ (রবিবার, 
	৩০ ডিসেম্বর ১৯৩৪)] ।
- মাসিক মোহম্মদী [৩০শ বর্ষ, ১১ম সংখ্যা। ভাদ্র ১৩৬৬ (আগষ্ট-সেপ্টেম্বর 
	১৯৫৯)। নজরুল-গীতি।  কথা ও সুর: 
	কাজী নজরুল ইসলাম। স্বর ও স্বরলিপি: মফিজুল ইসলাম। পৃষ্ঠা: ৮৮৪-৮৮৬]
 
- রেকর্ড: টুইন [জানুয়ারি ১৯৩৫
	(পৌষ-মাঘ ১৩৪১)। এফটি ৩৭৬৬।  
			শিল্পী:  
			আব্বাসউদ্দীন] [শ্রবণ নমুনা]
 
- সুরকার: 
	কাজী নজরুল ইসলাম
 
- স্বরলিপি ও স্বরলিপিকার: 
	সুধীন দাশ
		। 
	
	নজরুল-সঙ্গীত স্বরলিপি, 
	দ্বিতীয় খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট, 
		ঢাকা। দ্বিতীয় 
		মুদ্রণ। পৌষ, ১৪০২ বঙ্গাব্দ/ ডিসেম্বর ১৯৯৫ খ্রিষ্টাব্দ। দশম গান। [নমুনা] 
	
 
 
- পর্যায়:
	
		- বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামি গান, জাগরণী)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান।
		
			- রাগ: রাগের উল্লেখ নেই। 
- তাল: 
			দাদরা
- গ্রহস্বর: জ্ঞা।