বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: স্বপনে এসেছিল মৃদু-ভাষিণী

রাগ: ভৈরবী। তাল: ত্রিতাল
স্বপনে এসেছিল মৃদু-ভাষিণী
মৃদু-ভাষিণী মধু-হাসিনী।
রূপের তৃষা মোর রূপ ধ'রে এসেছিল
কল্পনা-মনোবন-বাসিনী॥
যে পরম সুন্দর আছে মোর অন্তরে
তারি অভিসারে আসে উদাসিনী॥