আজি মনে মনে লাগে হোরি
আজি বনে বনে জাগে হোরি॥
ঝাঁঝর করতাল খরতালে বাজে
বাজে কঙ্কণ চুড়ি মৃদুল আওয়াজে
লচকিয়া আসে মুচকিয়া হাসে
প্রেম-উল্লাসে শ্যামল গোরী॥
কদম্ব তমাল রঙে লালে লাল
লাল হলো কৃষ্ণ ভ্রমর ভ্রমরী
রঙের উজান চলে কালো যমুনা-জলে
আবির রাঙা হলো ময়ূর-ময়ূরী॥
মোর হৃদি-বৃন্দাবন যেন রাঙে
রাধা শ্যাম-যুগল চরণ-রাগে
ও চরণ-ধূলি যেন ফাগ হ'য়ে নিশিদিন
অন্তরে পড়ে মোর ঝরি'॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৬) পাইওনিয়ার রেকর্ড কোম্পানি প্রথম গানটির একটি রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৯ মাস।
- গ্রন্থ:
- অগ্রন্থিত গান। নজরুল-রচনাবলী─দশম খণ্ড [নজরুল জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯। ২৬০ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৩৩-৩৩৪]
- নজরুল গীতি, অখণ্ড
- প্রথম সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬ আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর ১৯৭৮]
- দ্বিতীয় সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ ১৩৮৮। ১৭ জুলাই ১৯৮১]
- তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ জানুয়ারি ২০০৪। রাগ-প্রধান গান। ৭৯৩ সংখ্যক গান। পৃষ্ঠা ২০৫]
- পরিবর্ধিত সংস্করণ [আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। বৈশাখ শ্রাবণ ১৪১৩। এপ্রিল-মে ২০০৬] ভৈরবী-গজল। ১১৪০ সংখ্যাক গান। পৃষ্ঠা: ২১৮।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৩০। পৃষ্ঠা ১০]
- নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড। প্রথম প্রকাশ, দ্বিতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। পৌষ ১৪০২। ডিসেম্বর ১৯৯৫। ৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৮-৪০]
- সুরমল্লার প্রথম প্রকাশ, দ্বিতীয় সংস্করণ [হরফ প্রকাশনী। ১লা আশ্বিন, ১৩৭৯ বঙ্গাব্দ]। ২য় গান। পৃষ্ঠা ১২-১৩]
- রেকর্ড: পাইওনিয়ার রেকর্ড [ মার্চ ১৯৪০ (ফাল্গুন-চৈত্র ১৩৪৬)]। এনকিউ ১৪৭। শিল্পী: বেচু দত্ত। রাগ: পিলু-খাম্বাজ।
- বেতার: আবীর কুমকুম (গীতি-আলেখ্য)। দোল-পূর্ণিমা উপলক্ষে প্রচারিত গীতি-আলেখ্য। কলকাতা খ। তৃতীয় অধিবেশন। ১৩ মার্চ ১৯৪১ খ্রিষ্টাব্দ (ফাল্গুন-চৈত্র ১৩৪৭)। রাত ৮.০০-৮.৩৯০।
সূত্র:
- বেতার জগৎ। ১২শ বর্ষ ৫ম সংখ্যা। ১৭ মার্চ ১৯৪১। পৃষ্ঠা: ২৭৪
- Indian-listener 1941-Vol-VI-5. page 75
- সুরকার: চিত্ত রায়
- স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ। নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বিতীয় খণ্ড। দ্বিতীয় মুদ্রণ। পৌষ, ১৪০২ বঙ্গাব্দ/ ডিসেম্বর ১৯৯৫ খ্রিষ্টাব্দ। পঞ্চম গান] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দু ধর্ম, হোরী)
- সুরাঙ্গ: হোরি/হোলি গান
- রাগ: পিলু-খাম্বাজ
- তাল: আদ্ধা।
- গ্রহস্বর: গা।