চিত্ত রায়
১৯১২-১৯৬৩ খ্রিষ্টাব্দ
সঙ্গীত শিল্পী ও সুরকার।
১৯১২
খ্রিষ্টাব্দে বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পারিবারিক নাম ছিল
চিত্তরঞ্জন রায়। সঙ্গীত জগতে তিনি চিত্ত রায় নামে পরিচিতি লাভ করেছিলেন। পিতা বিজয়
মঙ্গল রায় ছিলেন সঙ্গীত সাধক। শৈশবে তাঁর সঙ্গীতে হাতেখড়ি হয়েছিল পিতার কাছে।
স্থানীয় স্কুল থেকে মেট্রিক পাশ করার পর উচ্চ শিক্ষার জন্য
কলকাতায়
তাঁর দিদির বাড়িতে যান এবং কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে পদার্থবিজ্ঞানে সম্মানসহ পাশ করেন।
১৯৩২ খ্রিষ্টাব্দে তিনি
এইচএমভিরেকর্ড কোম্পানিতে গানের পরীক্ষা দেন। তাঁর গান
শুনে
এইচএমভি'র পরীক্ষকরা তাঁকে বাতিল করে দেন। এই সময়
কাজী
নজরুল ইসলাম এইচএমভি
রেকর্ড কোম্পানি'র পরীক্ষাকক্ষের বাইরে থেকে তাঁর গান শুনে মুগ্ধ হন। এরপর
নজরুল
তাঁর নিজের গান চিত্ত রায়কে দিয়ে রেকর্ড করান। এই সূত্রে ১৯৩২ থেকে ১৯৪১
খ্রিষ্টাব্দ পর্যন্ত
নজরুলের সহযোগী হিসেবে কাজ করেন। এই সময় তিনি নজরুল ও অন্যান্য
গীতিকারদের গানে সুরারোপ করা শুরু করেন।
নজরুল সঙ্গীত ছাড়াও তিনি রেকর্ডে তৎকালীন আধুনিক গান, রাগপ্রধান গান, শ্যামাসঙ্গীত,
ভক্তিগীতি, পল্লীগীতি, গীত ভজন প্রভৃতি গান গেয়েছেন। কয়েকটি চলচ্চিত্রের সঙ্গীত
পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি আজীবন আকাশবাণীর সঙ্গীতশিল্পী এবং
এইচএমভি'র
শিল্পী সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি 'বেঙ্গল মিউজিক
কলেজ'-এ গানের শিক্ষক ছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নকর্তা ও পরীক্ষক
ছিলেন। বেশ কিছুদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগের অধ্যাপক হিসেবে
গান শিখিয়েছেন।
১৯৬৩ খ্রিষ্টাব্দের ১৩ই সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।