বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: মরম-কথা গেল সই মরমে ম’রে 
	
    রাগ 
	: ইমন-কল্যাণ, 
	তাল : ত্রিতাল
মরম-কথা গেল সই মরমে ম’রে।
শরম বারণ যেন করিল চরণ ধ’রে॥
ছল ক’রে কত শত সে মম রুধিত পথ
লাজ ভয়ে পলায়েছি সে ফিরেছে ব্যথাহত
অনাদরে প্রেম-কুসুম গিয়াছে ম’রে॥
কত যুগ মোর আশে ব’সে ছিল পথ-পাশে
কত কথা কত গান জানায়েছে ভালোবেসে
শেষে অভিমানে নিরাশে গিয়াছে স’রে॥
	
	- রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে 
		সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩২ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৩৯)
	মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই 
	সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ২ মাস
	
	- গ্রন্থ:
	
		- 
		বনগীতি
			- প্রথম সংস্করণ   ১৩ অক্টোবর
১৯৩২ খ্রিষ্টাব্দ (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)। ইমনকল্যাণ-কাওয়ালী। পৃষ্ঠা: ৪৩]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। 
			ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১ 
			। বনগীতি। ২৮ সংখ্যক গান। ইমনকল্যাণ-কাওয়ালী।   পৃষ্ঠা ১৯৪-১৯৫]
			
 
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা 
			৯৪৬। রাগ 
	:   রাগ 
	: ইমন-কল্যাণ, 
	তাল : ত্রিতাল। পৃষ্ঠা: ২৯০। 
 
- রেকর্ড: এইচএমভি [আগষ্ট ১৯৩২ (শ্রাবণ-ভাদ্র ১৩৩৯)]। এন ৭০১৩। শিল্পী: মিস বীণাপাণি
- স্বরলিপি ও স্বরলিপিকার:
	
পর্যায়:
		- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: খেয়ালাঙ্গ