বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: আও জীবন মরণ সাথী
আও জীবন মরণ সাথী
তুমকো ঢুঁঢাতা হ্যায় দূর আকাশ মে
মোহনী চাঁদনী রাতি॥
ঢুঁঢাতা প্রভাত নিত গোধূলি লগন মে
মেঘ হোকে ম্যয় ঢুঁঢাতা গগন মে।
ফিরত হুঁ রোকে শাওন পবন মে।
পাত্তে মে ঢুঁঢাতা তোড়ী পাপী
শ্যামা হোকে জ্বালা ম্যয় তোহারি আঁখমে
বুঝ গ্যয়া রাতকো হায় নিরাশ মে।
আভি ইয়ে জীবন হ্যায় তুমহারি পিয়াস মে।
গুল না হো যায়ে নয়ন কি বাতি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র
১৩৪৩) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল।
এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর ৯ মাস।
- রেকর্ড: এইচএমভি।
মার্চ ১৯৩৭ (ফাল্গুন-চৈত্র ১৩৪৩)। এন ৯৮৬১। গিরীন চক্রবর্তী
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়: