নাগ স্বরাবলী
সমনাম: নাগ সরাবলী, নাগেশ্বরাবলী
দক্ষিণ ভারতীয় পদ্ধতিতে হরিকাম্ভোজ মেলের অন্তর্গত
একটি রাগ। উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে এটি খাম্বাজ ঠাটের
রাগ। এতে ঋষভ ও নিষাদ বর্জিত।
রাগটি মীড় প্রধান।
আরোহণ: স গ ম প ধ র্স
অবরোহণ: র্স ধ প ম গ স
ঠাট:
খাম্বাজ
জাতি: ঔড়ব-ঔড়ব
বাদীস্বর: ষড়্জ (মতান্তরে)
সমবাদী স্বর: মধ্যম
অঙ্গ: পূর্বাঙ্গ
সময়: রাত্রি দ্বিতীয় প্রহর
সূত্র:
- মারিফুন্নাগমত। রাজা নওয়াব আলী খান। অনুবাদ মকসুদুর রহমান হিলালী। বাঙ্লা
একাডেমী: বর্ধমান হাউস: ঢাকা। জুলাই ১৯৬৭। পৃষ্ঠা: ১৪২-১৪৩।
- রাগ বিজ্ঞান অভিধান। নিত্যানন্দ কর্মকার। প্রগ্রেসিভ পাবলিশার্স। কলকাতা-৭৩