বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: কত কথা ছিল তোমায় বলিতে 
	
		
		
রাগ : সারং, তাল : 
	কাহার্বা
কত কথা ছিল তোমায় বলিতে
ভুলে যাই হয় না বলা পথ চলিতে॥
ভ্রমরা আসে যবে বনেরই পথে
না-বলা সেই কথা কয় ফুল-কলিতে॥
পুড়ে মরে পতঙ্গ, দীপ তবু
পারে না বলিতে, থাকে জ্বলিতে॥
সে কথা কইতে গিয়ে গুণীর বীণা
কাঁদে কভু সারঙ কভু ললিতে॥
যত বলিতে চাই লুকাই তত
গেল মোর এ জনম হায় মন ছলিতে॥
		
	
	-  রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  
	অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
	
 
- গ্রন্থ: 
	- 
	গুলবাগিচা
	- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। 
				সারং-কার্ফা। পৃষ্ঠা: ৩৭] 
- নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১ 
			। গুল-বাগিচা। গান সংখ্যা ৩২। সারং-কার্ফা। পৃষ্ঠা ২৪২-২৪৩] 
 
 
- রেকর্ড: মেগাফোন [১৯৩৪-১৯৩৫)]। জেএনজি ১১৫।
			শিল্পী: কমল দাশগুপ্ত।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
	
	
- পর্যায়:
	
		- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: গজল
- রাগ: 
		
		সারং
- তাল: 
		
		কাহারবা
- গ্রহস্বর: স