'টোড়ির পর যে সব সারং গীত হয় তার মধ্যে শুদ্ধ সারং ও গৌড় সারং ছাড়া অন্য রাগে তীব্র মধ্যম নেই। গৌড় সারংকে দিনের বেহাগও বলা হয়। দুপুর বেলায় এই রাগ গাওয়া হয়। এরও দুই মা। এর দুই মা'র উপরে সমান টান। এর চলন অত্যন্ত বাঁকা। এর খেয়াল গান গাওয়া হচ্ছে শুন্লেই এর বাঁকা স্বভাবের পরিচয় পাবেন।
তথ্যসূত্র:
রাগ-রূপায়ণ। সুরেশচন্দ্র-চক্রবর্তী। ১৫ এপ্রিল ১৯৮৩।