বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার সরসীর আরশিতে
রাগ :
বাগেশ্রী, তাল : কাওয়ালি
চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার সরসীর আরশিতে।
ছুটে তরঙ্গ বাসনা-ভঙ্গ সে অঙ্গ পরশিতে॥
হেরিছে রজনী
-
রজনী জাগিয়া
চকোর উতলা চাঁদের লাগিয়া,
কাঁহা পিউ কাঁহা ডাকিছে পাপিয়া
কুমুদীরে কাঁদাইতে॥
না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকোরী পাপিয়া,
হেরেছে শশীরে সরসী-মুকুরে ভীরু ছায়া-তরু কাঁপিয়া।
কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী
চির-বিরহিণী রোহিণী ভরণী
অবশ আকাশ বিবশা ধরণী
কাঁদানিয়া চাঁদিনীতে॥
- রচনাকাল : গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩২
খ্রিষ্টাব্দের আশ্বিন (সেপ্টেম্বর
১৯২৫) মাসে প্রকাশিত 'ছায়ানট' কাব্যে এই গানটি অন্তর্ভুক্ত হয়েছিল।
গানটির নিচে রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে-' হুগলি/ফাল্গুন ১৩৩১' (ফেব্রুয়ারি-মার্চ
১৯২৫)। এই সময় নজরুলের বয়স ছিল ২৫ বৎসর ৯ মাস।
-
গ্রন্থ:
- ছায়ানট।
- প্রথম প্রকাশ। আশ্বিন ১৩৩২ (সেপ্টেম্বর
১৯২৫)। শিরোনাম:
চাঁদ-মুকুর
- নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, মে ২০১১।
ছায়ানট। শিরোনাম:
চাঁদ-মুকুর।
পৃষ্ঠা ৪৯-৫০]
-
নজরুল-গীতিকা।
- সেপ্টেম্বর ১৯৩০। ভাদ্র ১৩৩৭। খেয়াল। ৮। বাগেশ্রী-কাওয়ালী। পৃষ্ঠা: ১৩৩।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা
একাডেমী, ঢাকা জুন ২০১২। নজরুল গীতিকা। ১০৬। খেয়াল। বাগেশ্রী-কাওয়ালী।
পৃষ্ঠা: ২৪৭]