বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার সরসীর আরশিতে
 
রাগ : বাগেশ্রী, তাল : কাওয়ালি

চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার সরসীর আরশিতে।
ছুটে তরঙ্গ বাসনা-ভঙ্গ সে অঙ্গ পরশিতে॥
হেরিছে রজনী - রজনী জাগিয়া
চকোর উতলা চাঁদের লাগিয়া,
কাঁহা পিউ কাঁহা ডাকিছে পাপিয়া
                               কুমুদীরে কাঁদাইতে॥
না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকোরী পাপিয়া,
হেরেছে শশীরে সরসী-মুকুরে ভীরু ছায়া-তরু কাঁপিয়া।
কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী
চির-বিরহিণী রোহিণী ভরণী
অবশ আকাশ বিবশা ধরণী
                                কাঁদানিয়া চাঁদিনীতে॥