বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: নিরুদ্দেশের পথে যেদিন প্রথম আমার যাত্রা হ'ল শুরু।
নিরুদ্দেশের পথে যেদিন প্রথম আমার যাত্রা হ'ল শুরু।
নিবিড় সে-কোন্ বেদনাতে ভয়-আতুর এ বুক কাঁপল দুরুদুরু॥
মিট্লো না ভাই চেনার দেনা, অমনি মু্হুর্মুহু
ঘর-ছাড়া ডাক কর্লে শুরু অথির বিদায়-কুহু
'উহু উহু উহু'!
হাতছানি দেয় রাতের শাঙন,
অমনি বাঁধে ধরল ভাঙন,
ফেলিয়ে বিয়ের হাতের কাঙন-
আমি খুঁজি কোন্ আঙনে কাঁকন বাজে গো!
বেরিয়ে দেখি ছুটছে কেঁদে বাদ্লি হাওয়া হু হু,
মাথার ওপর দৌড়ে টাঙন, ঝড়ের মাতন, দেয়ার গুরু গুরু॥
পথ হারিয়ে কেঁদে ফিরি, 'আর বাঁচিনে!
কোথায় প্রিয়, কোথায় নিরুদ্দেশ?'
কেউ আসে না, মুখে শুধু ঝাপটা মারে
নিশীথ-মেঘের আকুল চাঁচর কেশ।
'তালবনে'তে
ঝঞ্ঝা তাথই হাততালি দেয় বজ্রে বাজে তূরী,
মেখ্লা ছিঁড়ি পাগলি মেয়ে বিজলি-বালা নাচায়
হিরের চুড়ি ঘুরি ঘুরি ঘুরি
(ও সে সকল আকাশ জুড়ি!
থামল বাদল-রাতে কাঁদা,
ভোরের তারা কনক গাঁদা,
ফুটলো, ও মোর টুট্লো ধাঁধা-
হঠাৎ ও কার নূপুর শুনি গো!
থামল নূপুর, ভোরের তারাও বিদায় নিল ঝুরি'।
এখন চলি সাঁঝের বধূ সন্ধ্যাতারার চলার পথে গো!
আজ অস্তপারের শীতের বায়ু কানের কাছে বইছে ঝুরু-ঝুরু
-
রচনাকাল:
ছায়ানট' কাব্যগ্রন্থে গানটির রচনার
তারিখ উল্লেখ আছে ' কলিকাতা/চৈত্র ১৩২৭' (মার্চ-এপ্রিল ১৯২১ বঙ্গাব্দ)। এই সময় নজরুলের বয়স ছিল ২১ বৎসর ১০ মাস।
- পত্রিকা:
নারায়ণ।
চৈত্র ১৩২৭ (মার্চ-এপ্রিল ১৯২১) সংখ্যা। শিরোনাম:
নিরুদ্দেশের যাত্রী।
(বাউল-কাশ্মিরী খেমটা)। রচয়িতার নাম: হাবিলদার কাজী নজরুল ইসলাম। পৃষ্ঠা:
৪৭৮-৪৭৯]। [নমুনা]
- গ্রন্থ:
-
ছায়ানট।
- প্রথম সংস্করণ [বর্মণ পাবলিশিং হাউস, ২২ সেপ্টেম্বর ১৯২৫ আশ্বিন ১৩৩২। শিরোনাম
'নিরুদ্দেশের যাত্রী]
- নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, মে ২০১১।
ছায়ানট। শিরোনাম
'নিরুদ্দেশের যাত্রী'।
পৃষ্ঠা: ১৬-১৭
-
পূবের হাওয়া।
-
নজরুল গীতিকা।
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০।
বাউল-ভাটিয়ালি। বাউল-খেমটা। পৃষ্ঠা ৯৯-১০০]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা
ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।] নজরুল গীতিকা। ৮০। বাউল-ভাটিয়ালি।
বাউল-খেমটা। পৃষ্ঠা: ২২৭-২২৮]
- পর্যায়: