বিষয় :
নজরুল সঙ্গীত।
শিরোনাম: আমার গহীন জলের নদী
আমার গহীন জলের নদী
আমি তোমার জলে ভেসে রইলাম জনম অবধি॥
ও ভাই তোমার বানে ভেসে গেল আমার বাঁধা ঘর
আমি চরে এসে বস্লাম রে ভাই ভাসালে সে চর।
এখন সব হারিয়ে তোমার জলে রে আমি ভাসি নিরবধি॥
ঘর ভাঙিলে ঘর
পাব ভাই ভাঙলে কেন মন
ও ভাই হারালে আর পাওনা না যায় মনেরি রতন।
ও ভাই জোয়ারে মন ফেরে না আর রে ও সে ভাটিতে
হারায় যদি॥
তুমি যখন ভাঙ রে নদী (ভাঙ যখন কূল রে নদী) ভাঙ একই
ধার
আর মন যখন ভাঙ রে নদী দুই কূল ভাঙ তার
ও ভাই চর পড়ে না মনের কূলে রে
ও সে একবার সে ভাঙে যদি, ও ভাই একবার সে ভাঙে যদি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৬ মাস।
- মঞ্চ:
মহুয়া।
নাট্যকার:
মন্মথ রায়।
তৃতীয় অঙ্ক। বেদেনীদের গান। ১৯২৯ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর তারিখে কলকাতার
মনোমোহন থিয়েটারে' মহুয়া'
নাটকটি মঞ্চস্থ হয়েছিল।
- গ্রন্থ
- নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)।
৯১৭ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২৮২-২৮৩।
-
চোখের চাতক।
- প্রথম সংস্করণ [অগ্রহায়ণ ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯)। গান ১৬।
ভাটিয়ালি-কাহারবা]
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩।
ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান ১৬। ভাটিয়ালি-
কাহারবা। পৃষ্ঠা: ২০৩]
-
নজরুল-গীতিকা।
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ ১৩৩১ বঙ্গাব্দ।২ সেপ্টেম্বর ১৯৩০।
ভাটিয়ালি-কাহারবা। পৃষ্ঠা
১০৫]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা
ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।] নজরুল গীতিকা। ৮৩। বাউল-ভাটিয়ালী।
ভাটিয়ালি-কাহারবা। পৃষ্ঠা: ২৩০]
- নজরুল-স্বরলিপি (ডি. এম. লাইব্রেরী। মে ১৯৯৮)। ৩০ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৯১-৯৪।
- মহুয়া: মন্মথ রায় নাট্যগ্রন্থাবলী চতুর্থ খণ্ড (মনমথন প্রকাশন। ২২১ সি,
বিবেকানন্দ রোড। কলিকাতা -৭০০০০৬। ১৯৫৮]। চতুর্থ অঙ্ক।
রাধু পাগলের গান। পৃষ্ঠা: ২২৩।
- মহুয়ার গান। নজরুল-রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ। অষ্টম খণ্ড। বাংলা একাডেমি ঢাকা। দ্বিতীয় মুদ্রণ: ফাল্গুন ১৪২৪/ফেব্রুয়ারি ২০১৮। গান সংখ্যা
১৪। রাধু পাগলির গান। ভাটিয়ালি-করফা। পৃষ্ঠা: ২৯৫।
- মঞ্চ:
মহুয়া।
নাট্যকার:
মন্মথ রায়।
তৃতীয় অঙ্ক। বেদেনীদের গান। ১৯২৯ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর তারিখে কলকাতার
মনোমোহন থিয়েটারে' মহুয়া'
নাটকটি মঞ্চস্থ হয়েছিল।
- বেতার: 'মহুয়া'।
মন্মথ রায় রচিত সঙ্গীতবহুল নাটক।
- প্রথম প্রচার। কলকাতা বেতার কেন্দ্র। ১৬ ডিসেম্বর ১৯৩২ খ্রিষ্টাব্দে (শুক্রবার
১ পৌষ ১৩৩৯), সান্ধ্য অনুষ্ঠান। ৭টা থেকে ১০টা।
- সূত্র: বেতারজগৎ। ৪র্থ বর্ষ, ৬ষ্ঠ সংখ্যা। ১৯৩২। পৃষ্ঠা: ২২৮]
- দ্বিতীয় প্রচার: কলকাতা বেতার কেন্দ্র। শুক্রবার, ৯ ফেব্রুয়ারি ১৯৪০।
২৬ মাঘ ১৩৪৬। সান্ধ্য অনুষ্ঠান। ৬.৪৫-৮.৩৯ মিনিট।
- সূত্র: বেতার জগৎ-এর [১১শ
বর্ষ, ৩য় সংখ্যা। পৃষ্ঠা: ১৫০]
- রেকর্ড :
এইচএমভি।
জুন ১৯৩২ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ) এন ৭০০২।
ধীরেন্দ্রনাথ দাস।
এর জুড়ি গান ছিল- তোমায় কূলে তুলে বন্ধু [তথ্য]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়: