শিরোনাম: যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে
বিষয়: নজরুল সঙ্গীত
রাগ: পিলু-কাহারবা।
যেদিন লব বিদায় ধরা ছাড়ি প্রিয়ে।
ধুয়ো 'লাশ' আমার লাল পানি দিয়ে॥
শেয়র: শারাবী জমশেদী গজল 'জানাজায়' গাহিও আমার
দিবে গোর খুঁড়িয়া মাটি খারারী ঐ শারাব-খানার!
'রোজ-কিয়ামতে’ তাজা উঠব জিয়ে॥
শেয়র: এমনি পিইব শারাব ভেসে যাব তাহার স্রোতে,
উঠিবে খুশবু শারাবের আমার ঐ গোরের পার হতে;
টলি' পড়বে পথিক সে নেশায় ঝিমিয়ে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৩৩৭ বঙ্গাব্দের ভাদ্র মাসে প্রকাশিত 'নজরুল গীতিকা' গ্রন্থে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ৩ মাস।
- গ্রন্থ:
-
নজরুল-গীতিকা
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। ওমর
খৈয়াম-গীতি। ৬ । পিলু-কার্ফা। পৃষ্ঠা ৬]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী,
ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] নজরুল গীতিকা। ওমর খৈয়াম-গীতি। ৬।
পিলু-কার্ফা। পৃষ্ঠা: ১৭৪]