বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঐ লুকায় রবি লাজে হেরি
রাগ: খাম্বাজ-পিলু। তাল: পোস্তা
ঐ লুকায় রবি লাজে হেরি মম প্রিয়ার।
ঐ এলো রূপের রবি তোর আঁধার থাকে কি আর॥
মোর অকলঙ্ক শশী খোলে ঘোম্টা যবে মুখের,
হেরি, দুলে রবি শশী কানে দুল্ হয়ে যেন তার॥
যবে অধীর মাতাল হিয়া, রয় পর্দানশীন্ প্রিয়া,
মদে বেহুঁশ হয়ে দরবেশ যবে জল্সা হল গুলজার॥
মোর শরম ভরম সবি হায় দিলাম শারাব লাগি’
হেরি নয়ন-জলে ভেসে এ সুরা শোণিত হিয়ার॥
বয় যাহারে অশ্রু-চোখে ঐ বাদল-রাতের ধারা,
বয় বর্ষা সম তাহার নীল অঞ্চলে ফুল-বাহার॥
মালা গাঁথিস্নে তুই হাফিজ ঐ শুষ্ক উপদেশের,
ফেলে অপরাধের কাঁটা তুই গাঁথ্ মালা ফুল-হিয়ার॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৩৩৭ বঙ্গাব্দের ভাদ্র মাসে প্রকাশিত 'নজরুল গীতিকা' গ্রন্থে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ৩ মাস। ওমর খেয়ামের দুটি রুবাই- নিয়ে এই গানটি তৈরি
করা হয়েছিল।
- গ্রন্থ:
-
নজরুল-গীতিকা
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। দীওয়ান-ই
হাফিজ গীতি। ৬। খাম্বাজ-পিলু- পোস্তা। পৃষ্ঠা ১৪ ]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী,
ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] নজরুল গীতিকা। দীওয়ান-ই হাফিজ গীতি। ১৪।
খাম্বাজ-পিলু- পোস্তা। পৃষ্ঠা: ১৭৮]