বিষয়:
নজরুল সঙ্গীত
শিরোনাম :
ওগো সুন্দর আমার!
রাগ:
ভৈরবী। তাল: দাদরা
ওগো সুন্দর আমার!
সুন্দর আমার, এ কী দিলে উপহার॥
আমি দিনু পূজা-ফুল,
বর দিতে দিলে ভুল,
ভাঙিল আমার কূল,
তব স্রোতধার॥
গরল দিলে যে এই
অমৃত আমার সেই,
শুকাল নিশি-শেষেই
রাতের নীহার॥
তোমার সুখ-ছোঁয়ায়
ফুটেছে ফুল শাখায়,
তোমারই উতল বায়
ঝরিল আবার॥
-
রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৩৩৬ বঙ্গাব্দের
অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে
প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল।
এই সময় নজরুলের
বয়স ছিল ৩০ বৎসর ৬ মাস।
- গ্রন্থ
-
চোখের চাতক
- প্রথম সংস্করণ [অগ্রহায়ণ ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯)। গান ৪১। (ভজন)
ভৈরবী-দাদরা]
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। চোখের চাতক। গান
৪১। (ভজন) ভৈরবী-দাদরা। পৃষ্ঠা: ২২১]
নজরুল-গীতিকা।
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০।
(ভজন) ভৈরবী-দাদরা। পৃষ্ঠা ১৪১]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা
ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।] নজরুল গীতিকা।
(ভজন) ভৈরবী-দাদরা। গান ১১৫। পৃষ্ঠা: ২৫২]