শিরোনাম: কোন্ মাটিতে আমার কায়া
বিষয়: নজরুল সঙ্গীত
রাগ: কালাংড়া, তাল আদ্ধা-কাওয়ালি
কোন্ মাটিতে আমার কায়া
সৃজিলে হায় প্রভৃ মোর।
মস্জিদে মোর ঠাঁই নাহি পাই,
সকল দেউল বন্ধ-দোর॥
ফিরি নগর-নারীর মতো
কাফের দরবেশ বদ্-নসীব,
নাই বেহেশ্তের আশা আমার,
দীন ও দুনিয়া শত্রু ঘোর॥
বেড়াই শ্রীহীন, দেয় অভিশাপ
যে হেরে সেই আমারে,
রূপ-পূজারী ভুলতে নারি
মোর প্রতিমার মুখ কিশোর॥
চাইব শারাব, প্রিয়ার অধর
মরব যেদিন পানশালায়,
কোথায় নরক, কোথায় স্বরগ,
শারাব-নেশায় রইব ভোর॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৩৩৭ বঙ্গাব্দের ভাদ্র মাসে প্রকাশিত 'নজরুল গীতিকা' গ্রন্থে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ৩ মাস। ওমর খেয়ামের দুটি রুবাই- নিয়ে এই গানটি তৈরি
করা হয়েছিল।
- গ্রন্থ:
-
নজরুল-গীতিকা
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। ওমর
খৈয়াম-গীতি। ৭। কালাংড়া-আদ্ধাকাওয়ালী। পৃষ্ঠা ৭]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী,
ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭] নজরুল গীতিকা। ওমর খৈয়াম-গীতি। ৭।
কালাংড়া-আদ্ধাকাওয়ালী। পৃষ্ঠা: ১৭৪]