বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: তুমি মলিন বাসে থাকো যখন
 

           রাগ মূলতান। তাল: যৎ
তুমি     মলিন বাসে থাকো যখন, সবার চেয়ে মানায়!
তুমি     আমার তরে ভিখারিনী, সেই কথা সে জানায়!
                   জানি, প্রিয়ে, জানি জানি,
                   তুমি হতে রাজার রানি,
           খাটত দাসী বাজত বাঁশি তোমার বালাখানায়।
তুমি     সাধ ক'রে আজ ভিখারিনী, সেই কথা সে জানায়ি॥
দেবি!   তুমি সতী অন্নপূর্ণা, নিখিল তোমার ঋণী,
শুধু     ভিখারিকে ভালোবেসে সাজলে ভিখারিনী।
                   সব ত্যাজি মোর হলে সাথী,
                   আমার আশায় জাগচ রাতি,
           তোমার পূজা বাজে আমার হিয়ার কানায় কানায়!
তুমি     সাধ করে মোর ভিখারিনী, সেই কথা সে জানায়॥