বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: ঐ ঘাসের ফুলে মটর-শুঁটির ক্ষেতে
ঐ ঘাসের ফুলে মটর-শুঁটির ক্ষেতে
আমার এ-মনে-মৌমাছি ভাই উঠেছে আজ মেতে॥
এই রোদ-সোহাগী পউষ-প্রাতে
অথির প্রজাপতির সাথে
বেড়াই কুঁড়ির পাতে পাতে পুষ্পল-মৌ খেতে।
আমি আমন ধানের বিদায়-কাঁদন শুনি মাঠে রেতে॥
আজ কাশ-বনে কে শ্বাস ফেলে যায় মরা নদীর কূলে,
ও তার হল্দে আঁচল চলতে জড়ায় অড়হরের ফুলে!
ঐ বাবলা-ফুলে নাকছাবি তার,
গায় শাড়ি নীল অপ্রাজিতার,
চলেছি সেই অজানিতার উদসে পরশ পেতে।
আমায় ডেকেছে সে চোখ-ইশারায় পথে যেতে যেতে॥
- ভাবার্থ: এই গানে কবি পৌষ-মাসের রূপচিত্র তুলে
ধরেছেন- কবি মনের সৌন্দর্যমধু পিয়াসী মৌমাছির চোখে। তার এই মন-মৌমাছি ঘাসের ফুলে,
মটরশুঁটির ক্ষেতে ছুটে বেড়ায়। পৌষের কোমল রোদ-সোহাগী প্রভাতে, তার মনভোমরা
প্রজাপতির সাথে ঘুরে বেড়ায় সুরভিত ফুলের কুঁড়ির পাতায় পাতায় (দলপত্র)।
ঋতু পরিবর্তনের খেলায় প্রকৃতি রূপ পাল্টায়। মাঠভরা আমন ধান, শরৎ হেমন্তের
কাশফুল হারিয়ে যায়। কবি এই হারানোর ব্যথা অনুভব করেন তাঁর সৌন্দর্য-ভ্রমরের চোখে।
পৌষের শুরুতে মাঠের পাকা আমন ধান ঘরে তোলে কৃষকেরা। রাত পোহালে আমন ধানের হবে
জীবনাবসান। তাই রাতের আমন ধানের ক্ষেতে কবি শুনতে পান, তার আসন্ন বিদায়ের কান্না।
শীতের মরা নদীর কূলে কাশের বনের শেষ বিদায়ের দীর্ঘশ্বাস শুনতে পান কবি।
প্রকৃতির এই খেলায় পুরানো সজ্জা ছেড়ে নবীন হয়ে ওঠে নতুন আভরণে। প্রকৃতিকন্যার
নাকে নাকছাবি হয়ে শোভা পায় বাবলার হলুদ ফুল। এ কন্যা নীলম্বরী হয়ে ওঠে
অপরাজিতার নীল ফুলে। সে যেন উদাস হয়ে যায়, কোনো এক অজানা প্রেমিকের স্পরশসুখ
কামনায়। ভ্রমর কবির চলার পথে প্রকৃতি কন্যা ডাকে চোখ-ইশারায়।
- রচনাকাল ও স্থান:
১৩৩২
বঙ্গাব্দের আশ্বিন মাসে 'ছায়ানট' কাব্যগ্রন্থের প্রথম সংস্করণে এই গানটি যখন
অন্তর্ভুক্ত হয়। এর শিরোনাম হয় 'অ-কেজোর গান'। এই গ্রন্থে রচনাটির নিচে 'দেওঘর/ পৌষ
১৩২৭' লেখা আছে।
এই সময় নজরুলের বয়স ছিল ২১ বৎসর ৭ মাস।
- গ্রন্থ:
- 'ছায়ানট'
- প্রথম সংস্করণ [বর্মণ পাবলিশিং হাউস,২২ সেপ্টেম্বর ১৯২৫,
৬ আশ্বিন ১৩৩২] শিরোনাম:
অ-কেজোর গান।
- নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, মে ২০১১।
ছায়ানট। শিরোনাম:
অ-কেজোর গান। পৃষ্ঠা
৪৭-৪৮ ]
-
নজরুল গীতিকা
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০।
বাউল-ভাটিয়ালী।
বাউল-খেমটা। ২। পৃষ্ঠা ১০১]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা
ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।] নজরুল গীতিকা। ৮১।
বাউল-খেমটা। পৃষ্ঠা: ২২৮-২২৯]
পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি ও প্রেম
- সুরাঙ্গ: লোকসঙ্গীত (বাউল)
- তাল: খেমটা