বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: নমো নমো নমঃ হিম-গিরি-সূতা দেবতা-মানস-কন্যা
নাটিকা: 'সেতুবন্ধ'
নাটিকা :
নমো নমো নমঃ হিম-গিরি-সূতা দেবতা-মানস-কন্যা।
স্বর্গ হইতে নামিয়া ধূলায় মর্ত্যে করিলে ধন্যা॥
আছাড়ি’ পড়িছ ভীষণ রঙ্গে
চূর্ণি’ পাষাণ ভমি-তরঙ্গে,
কাঁপিছে ধরণী ভ্রুকুটি ভঙ্গে –
ভুজগ-কূটিল বন্যা॥
কুলে কলে তব কন্যা-কমলা
শস্যে কুসুমে হাসিছে অচলা,
বন্দিছে পদ শ্যাম-অঞ্চলা –
ধরণী ঘোরা অরণ্যা।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্ট
কোনো তথ্য পাওয়া যায় না। ১৩৩৭ বঙ্গাব্দের অগ্রহায়ণ (নভেম্বর
১৯৩০) মাসে প্রকাশিত হয়েছিল নজরুলের
প্রথম নাট্যসংকলন 'ঝিলিমিল' গ্রন্থের প্রথম সংস্করণ। এই সংকলনে
অন্তর্ভুক্ত হয়েছিল তিনটি নাটিকা। এগুলো হলো- ঝিলিমিলি, সেতুবন্ধ ও শিল্পী।
এর ভিতরে 'সেতুবন্ধ' বন্ধ নাটিকার তৃতীয় দৃশ্যে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময়
নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ৬ মাস।
-
গ্রন্থ
-
সেতুবন্ধ।
ঝিলিমিলি। (নাট্যসংকলন)
- প্রথম সংস্করণ। [অগ্রহায়ণ, ১৩৩৭ (নভেম্বর-১৯৩০)। 'সেতুবন্ধ'। তৃতীয় দৃশ্য। জলদেবীর বন্দনা গান]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জুন ২০১২। সেতুবন্ধ।
তৃতীয় দৃশ্য। জলদেবীর বন্দনা গান। পৃষ্ঠা: ৩৭৮]