বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
কেন উচাটন মন পরান এমন করে
রাগ: বেহাগ-খাম্বাজ, তাল: দাদ্রা
কেন উচাটন মন পরান এমন করে।
কেন কাঁদে গো বধূ বঁধুর বুকে বাসরে॥
কেন মিলন-রাতে
সলিল আঁখি-পাতে,
কেন ফাগুন-প্রাতে সহসা বাদল ঝরে॥
ডাকিলে অনুরাগে
কেন বিদায় মাগে,
(কেন) মরিতে সাধ জাগে
─ পিয়ার বুকের 'পরে॥
ডাকিয়া ফুলবনে
থাকে সে আনমনে,
কাঁদায়ে নিরজনে
─ কাঁদে সে নিজের১ তরে॥
কবি, তোরে কে কবে
সাধিল বেণুর রবে ,
ধরিতে গেলি যবে
─ বিঁধিল কুসুম-শরে॥
১. কিসের
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৩৩৫ বঙ্গাব্দের কার্তিক (নভেম্বর ১৯২৮) মাসে প্রকাশিত
'বুলবুল' নামক সঙ্গীত-সংকলনে প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের
বয়স ছিল ২৯ বৎসর ৫ মাস।
- গ্রন্থ
-
বুলবুল
- প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৫ (নভেম্বর ১৯২৮) গান ২৪। বেহাগ-খাম্বাজ-দাদরা]
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান
২৪। বেহাগ-খাম্বাজ-দাদরা। পৃষ্ঠা: ১৭০]