বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী
আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী,
চরণে পায়েলা রুমুঝুমু মধুপ উঠিছে গুঞ্জরি (আহা) ॥
দুলে আলোছায়া বন-দুকূল
ওড়ে প্রজাপতি কল্‌কা ফুল
কর্ণে অতসী স্বর্ণ-দুল্‌
                       আলোক-লতার সাতনরী॥
সোনার গোধূলি নামিয়া আয়
আমার রূপালি ফুল-শোভায়
আমার সজল আঁখি-পাতায়
                         আয় রামধনু রঙ ধরি'।
কবি, তোর ফুলমালী কেমন
ফাগুনে শুষ্ক পুষ্প-বন
বরিবি বঁধুরে এলে চ্যমন (আহা)
                   রিক্ত হাতে কি ফুল ভরি'॥