নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
পঞ্চম খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল মাঘ, ১৩৯৭ বঙ্গাব্দ/ ফেব্রুয়ারি, ১৯৯১ খ্রিষ্টাব্দে। দ্বিতীয় মুদ্রণ হয়, ফাল্গুন, ১৪০৩ বঙ্গাব্দ/ ফেব্রুয়ারি, ১৯৯৭ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, ১৯৯১ সালে তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য, এই পরিষদের সভানেত্রী ছিলেন লায়লা আর্জ্জুমান্দ বানু। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন শেখ লুৎফর রহমান, বেদারউদ্দিন আহমদ, সোহরাব হোসেন, সুধীন দাশ এবং  নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।

নজরুল সঙ্গীত স্বরলিপি-পঞ্চম খণ্ডের
সমুদয় গানের স্বরলিপি করেছেন সুধীন দাশ। গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।
  1. আমারে চোখ ঈশারায় ডাক দিলে হায় কে গো দরদী  [তথ্য] [নমুনা]
  2. আমি পূরব দেশের পূরনারী [তথ্য] [নমুনা]
  3. আসে বসন্ত ফুল-বনে  [তথ্য] [নমুনা]
  4. এত জল ও-কাজল-চোখে [তথ্য] [নমুনা]
  5. এলে তুমি কে, কে ওগো  [তথ্য[নমুনা] [শ্রবণ নমুনা]
  6. ওগো প্রিয়, তব গান ! আকাশ-গাঙের জোয়ারে [তথ্য] [নমুনা]
  7. কাছে আমার নাই-বা এলে [তথ্য] [নমুনা]
  8. কেন ফোটে কেন কুসুম ঝরে যায়  [তথ্য] [নমুনা]
  9. ছন্দের বন্যা হরিণী অরণ্যা [তথ্য] [নমুনা]
  10. জাগো মালবিকা ! জাগো মালবিকা !  [তথ্য] [নমুনা]
  11. তুমি আমার সকাল বেলার সুর  [তথ্য] [নমুনা]
  12. তুমি যখন এসেছিলে  [তথ্য] [নমুনা]
  13. তোরা সব জয়ধ্বনি কর !  [তথ্য] [নমুনা]
  14. দোলে বন-তমালের ঝুলনাতে কিশোরী-কিশোর [তথ্য] [নমুনা]
  15. নিরালা কানন-পথে [তথ্য] [নমুনা]
  16. পরদেশী বঁধুয়া, এলে কি এতদিনে [তথ্য] [নমুনা]
  17. পাষাণের ভাঙ্গালে ঘুম [তথ্য] [নমুনা]
  18. ফাগুন ফুরাবে যবে [তথ্য] [নমুনা]
  19. বনফুলে তুমি মঞ্জরী গো  [তথ্য] [নমুনা]
  20. বসিয়া নদী কূলে, এলোচুলে কে উদাসিনী? [তথ্য] [নমুনা]
  21. মম বন ভবনে ঝুলন-দোলনা দে দুলায়ে [তথ্য] [নমুনা] 
  22. মোরা ঝঞ্ঝার মত উদ্দাম, মোরা ঝর্ণার মত চঞ্চল  [তথ্য] [নমুনা]
  23. ম্লান আলোকে ফুটলি কেন [তথ্য] [নমুনা]
  24. যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি [তথ্য] [নমুনা] 
  25. সৈয়দে মক্কী মদনী আমার নবী মোহাম্মদ  [তথ্য] [নমুনা]