বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নিরালা কানন-পথে কে তুমি চল একেলা।
	
		
			
				
  
রাগ: পিলু মিশ্র। তাল: 
		কাহার্বা 
নিরালা কানন-পথে কে তুমি চল একেলা।
দু'ধারে 
		চরণ-পাতে ফুটায়ে ফুলের মেলা॥
তোমার ওই কেশের সুবাস ফুলবন করিছে উদাস
কুসুম ভুলিয়া মলয় ও-কেশে করিছে খেলা॥
		লুটায়ে পড়ে ফুল-দল পরিবে বলিয়া খোঁপায়
ওগো চলিবে বলি বনতল ফুলেরা পরাগে রাঙায়,
ও-পায়ে আলতা হতে 
		চায় রঙিন গোধূলি-বেলা॥
চলিয়া যেয়ো না, যেয়ো না' 
		বলি লতারা চরণে জড়ায়,
রোধিতে কন্টক-তরু, 
আঁচল ছাড়িতে না চায়
আকাশে ইশারায় ডাকে দ্বিতীয়া চাঁদের 
		ভেলা॥
			
		
	
	- রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। জয়তী পত্রিকার 
	'বৈশাখ ১৩৩৯ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি  প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ১১ মাস।
 
- গ্রন্থ:
	
	- সুর-সাকী।
	
	- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২)] গান সংখ্যা ১১। পিলু 
	মিশ্র-লাউনি
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী, 
			ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।  
			সুর-সাকী। ১১। পিলু মিশ্র-লাউনি। পৃষ্ঠা: ২২৮-২২৯]
 
 
- পত্রিকা: জয়তী। বৈশাখ ১৩৩৯ (এপ্রিল-মে ১৯৩২) । শিরোনাম- গজল-গুচ্ছ।
- রেকর্ড: টুইন [সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)। এফটি ২২১৯] শিল্পী: ধীরেন দাস। 
	[শ্রবণ 
নমুনা]
 
- স্বরলিপি ও স্বরলিপিকার: 
	সুধীন 
	দাশ।
		[
		
		নজরুল-সঙ্গীত স্বরলিপি, 
		পঞ্চম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট, 
		ঢাকা] ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯০-৯৩। 
	[নমুনা]
	
- পর্যায়:
	
		- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:
		গজল