বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ফাল্গুন ফুরাবে যবে

রাগ : মিশ্র বাহার, তাল : কাহার্‌বা
       ফাল্গুন ফুরাবে যবে
       উঠিবে দীরঘ শ্বাস চম্পার বনে
       কোয়েলা নীরব বহে॥
       আমারে সেদিন যদি স্মরণে আসে
       বেদনা জাগে ঝরা ফুল সুবাসে
       আমার স্মৃতি যত ঝরা পাতার মত
       ফেলিয়া দিও নীরবে॥
যবে  বাসর-নিশি ফুরাবে
       রাতের মিলন-মালা প্রভাতে মলিন হবে;
       সুখ শশী অস্ত যাবে-
       আসিবে জীবনে তব বৈশাখী ঝড়
       লুটাবে পথের' পরে ভেঙে যাবে ঘর
       সেদিন স্মরণে তব আসিবে কি তাহারে
       গৃহহীন করিয়াছ যাহারে ভবে॥