বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ফাল্গুন ফুরাবে যবে
	
		
রাগ : মিশ্র বাহার, তাল 
			: কাহার্বা
       ফাল্গুন ফুরাবে যবে
			─
			      
উঠিবে দীরঘ শ্বাস চম্পার বনে
      
কোয়েলা নীরব বহে॥
      
আমারে সেদিন যদি স্মরণে আসে
      
বেদনা জাগে ঝরা ফুল সুবাসে
      
আমার স্মৃতি যত ঝরা পাতার মত
      
ফেলিয়া দিও নীরবে॥
যবে  বাসর-নিশি ফুরাবে
      
রাতের মিলন-মালা প্রভাতে মলিন হবে;
      
সুখ শশী অস্ত যাবে-
      
আসিবে জীবনে তব বৈশাখী ঝড়
      
লুটাবে পথের' পরে ভেঙে যাবে ঘর
      
সেদিন স্মরণে তব আসিবে কি তাহারে
      
গৃহহীন করিয়াছ যাহারে ভবে॥
		
	
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর   (ভাদ্র-আশ্বিন ১৩৪৭)
		মাসে, মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ডে  প্রকাশিত হয়েছিল।  সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ৩ মাস।
 
 
- রেকর্ড: মেগাফোন [সেপ্টেম্বর ১৯৪০ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৭)। 
			জেএনজি ৫৪৯৭। শিল্পী: ভবানী দাস।  সুর: নজরুল ইসলাম
 
- গ্রন্থ:
	
		- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১) নামক গ্রন্থের 
		২২৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৮০। 
 
 
- স্বরলিপি ও স্বরলিপিকার:  সুধীন 
	দাশ।
		[
		
		নজরুল-সঙ্গীত স্বরলিপি, 
		পঞ্চম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট, 
		ঢাকা] ১৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯৮-১০০। 
	[নমুনা]
	
- পর্যায়:
	
		- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:স্বকীয় বৈশিষ্ট্য