বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি
তুমি যখন এসেছিলে তখন আমার ঘুম ভাঙেনি
মালা যখন চেয়েছিলে বনে তখন ফুল জাগেনি॥
আমার আকাশ আঁধার কালো
তোমার তখন রাত পোহালো
তুমি এলে তরুণ-আলো তখন আমার মন রাঙেনি॥
ওগো রুদ্ধ ছিল মোর বাতায়ন-পূর্ণ শশী এলে যবে,
আঁধার-ঘরে একেলা জাগি হে চাঁদ আবার আসবে কবে।
আজকে আমার ঘুম টুটেছে
বনে আমার ফুল ফুটেছে
ফেলে যাওয়া তোমারি মালায় বেঁধেছি মোর বিনোদ-বেণী॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৫ খ্রিষ্টাব্দে ১৮ সেপ্টেম্বর (মঙ্গলবার, ১ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ),
এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে
কয়েকটি গান প্রকাশের জন্য নজরুলের একটি চুক্তি হয়। এই
চুক্তিপত্রে এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
-
রেকর্ড সূত্র:
-
এইচএমভির
সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর
১৯৩৫ (বুধবার,১ আশ্বিন ১৩৪২)
-
এইচএমভি
[নভেম্বর ১৯৩৫ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪২)। এন-৭৪৩১। শিল্পী: ইন্দুবালা।
[শ্রবণ
নমুনা]
-
স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: পা।