বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কাছে আমার নাইবা এলে হে বিরহী দূর ভালো
কাছে আমার নাইবা এলে হে বিরহী দূর ভালো।
নাই কহিলে কথা তুমি ব'লো গানে সুর ভালো॥
নাই দাঁড়ালে কাছে আসি'
দূরে থেকেই বাজিয়ো বাঁশি।
চরণ তোমার নাই বা পেলাম চরণের নুপূর ভালো॥
ওগো পথে পাওয়ার চেয়ে আমায় চাওয়ায় যেন পথ-বঁধু
দুই কূলেতে রইব দুজন বইবে মাঝে স্রোত-বঁধু।
পরশ তোমার চাই না প্রিয়
তোমার হাতের আঘাত দিও
মিলন তোমার সইতে নারি বেদনা-বিধুর ভালো॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫
খ্রিষ্টাব্দের ১৮ সেপ্টেম্বর (বুধবার, ১ আশ্বিন ১৩৪২)
এইচএমভি
রেকর্ড
কোম্পানি'র সাথে নজরুলের চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রে গানটি ছিল। এই সময়
নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৪ মাস।
- রেকর্ড:
-
এইচএমভির
সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার,১ আশ্বিন ১৩৪২)]
-
এইচএমভি [নভেম্বর ১৯৩৫
(কার্তিক-অগ্রহায়ণ ১৩৪২)। রেকর্ড
নং এন ৭৪৩১। শিল্পী:
ইন্দুবালা]
[শ্রবণ
নমুনা]
-
স্বরলিপিকার ও স্বরলিপি:সুধীন
দাশ।
[
নজরুল-সঙ্গীত স্বরলিপি,
পঞ্চম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট,
ঢাকা] অষ্টম গান। পৃষ্ঠা: ৬২-৬৫।
[নমুনা]
- পর্যায়:
-
সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: রস