বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: কেন ফোটে কেন কুসুম ঝ'রে যায় 
	
		
			
				 কেন ফোটে কেন কুসুম ঝ'রে যায় !
        মুখের হাসি চোখের জলে ম'রে যায়, হায়॥
        নিশীথে যে কাঁদিল প্রিয় ব'লে
হায়    নিশি-ভোরে সে কেন হায় স'রে যায়॥
হায় আজ যাহার প্রেম করে গো রাজাধিরাজ
        কাল্ কেন সে চির-কাঙাল ক'রে যায়॥
        মান-অভিমান খেলার ছলে
ফেরে না আর যে যায় চ'লে
        মিলন-মালা মলিন ধূলায় ভ'রে যায়॥
				
				
								
	- রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে 
	কিছু জানা যায় না। ' 'গুলবাগিচা 
' 
গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি প্রথম 
	প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
 
- গ্রন্থ: 
	- 
	
	গুলবাগিচা
	- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। পিলু-বারোয়াঁ-কার্ফা। পৃষ্ঠা: 
	৮]  
	
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। 
	জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।  গুল-বাগিচা। গান সংখ্যা ৭। পিলু-বারোয়াঁ-কার্ফা। 
	পৃষ্ঠা ২২৯-২৩০] 
	
 
 
- 
	 রেকর্ড: মেগাফোন [সেপ্টেম্বর ১৯৩৪ (ভাদ্র-আশ্বিন ১৩৪০)। জেএনজি ১২৯। শিল্পী: ভবানী দাস]  
	[শ্রবণ 
নমুনা] রেকর্ড: মেগাফোন [সেপ্টেম্বর ১৯৩৪ (ভাদ্র-আশ্বিন ১৩৪০)। জেএনজি ১২৯। শিল্পী: ভবানী দাস]  
	[শ্রবণ 
নমুনা]
 
- 
	স্বরলিপিকার ও স্বরলিপি:
সুধীন 
	দাশ।
		[
		
		নজরুল-সঙ্গীত স্বরলিপি, 
		পঞ্চম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট, 
		ঢাকা] অষ্টম গান। পৃষ্ঠা: ৬২-৬৫। 
	[নমুনা]
	
	
-  সুধীন 
	দাশ।
		[
		
		নজরুল-সঙ্গীত স্বরলিপি, 
		পঞ্চম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট, 
		ঢাকা] 
	৬৬-৬৯
	[নমুনা]
- পর্যায়:
	
গ্রহস্বর: ন্্সা।