বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি
তাল: কাহার্বা
যে পেয়েছে আল্লার নাম সোনার
কাঠি,
তার কাছে ভাই এই দুনিয়া দুধের
বাটি॥
দীন দুনিয়া দুই-ই পায় সে মজা
লোটে,
রোজা রেখে সন্ধ্যাবেলা শিরনি
জোটে,
সে সদাই বিভোর পিয়ে খোদার এশ্ক খাঁটি॥
সে গৃহী তবু ঘরে তাহার মন থাকে না,
হাঁসের মতন জলে থেকেও জল মাখে
না;
তার সবই সমান খাঁটি সোনা এঁটেল মাটি॥
সবই খোদার দান ভেবে সে গ্রহণ
করে,
দুঃখ-অভাব সুখের মতই জড়িয়ে ধরে,
ভোগ করে সে নিত্য বেহেশ্ত্
পরিপাটি॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না। ১৯৪০
খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৬) টুইন রেকর্ড মাসে, কোম্পানি প্রথম গানটির একটি রেকর্ড প্রকাশ করে।
এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৯ মাস।
-
রেকর্ড: টুইন [মার্চ ১৯৪০ (ফাল্গুন-চৈত্র ১৩৪৬)। এফটি ১৩২১৭। শিল্পী
আব্বাসউদ্দীন। সুরকার:
নজরুল ইসলাম]
[শ্রবণ
নমুনা]
-
স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন
দাশ।
[
নজরুল-সঙ্গীত স্বরলিপি,
পঞ্চম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট,
ঢাকা] ২৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ১১৬-১১৮।
[নমুনা]
-
পর্যায়:
-
বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামী)
-
সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
-
তাল:
কাহারবা
-
গ্রহস্বর: না