বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: পুরবের তরুণ অরুণ পুরবে আসলে ফিরে।
 
পুরবের তরুণ অরুণ পুরবে আসলে ফিরে।
কাঁদায়ে মহাশ্বেতায় হিমানীর শৈল-শিরে॥
        কুহেলির পর্দা ডারি
        ঘুমাত রূপ-কুমারী,
জাগালে স্বপনচারী তাহারে নয়ন-নীরে॥
তোমার ওই তরুণ গলার শুনি গান সিন্ধু-পারে,
দুলিছ মধ্যমণি সুরমার কণ্ঠ-হারে।
        ধেয়ানি দিলে ধরা,
        হল সুর স্বয়ংবরা,
এলে কি পাগল-ঝোরা পাষাণের বক্ষ চিরে॥