বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম
:
এ বাসি বাসরে আসিলে কে গো ছলিতে
রাগ: বৃন্দাবনী সারং মিশ্র, তাল: দাদ্রা
এ বাসি বাসরে আসিলে কে গো ছলিতে।
কেন পুন বাঁশি বাজালে কাফি ললিতে॥
নিশীথ গভীরে কেন আঁখি-নীরে এলে ফিরে ফিরে
গোপন কথা বলিতে॥
দলিত কুসুম-দলে রচিয়াছি শয়ন,
অন্ধ তিমির রাতি, নিভু নিভু নয়ন;
মরণ বেলায় প্রিয় আনিলে কি অমিয়,
এলে কি গো নিঠুর ঝরা ঝুল দলিতে॥
- রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি
প্রগতি পত্রিকার 'বৈশাখ
১৩৩৪
বঙ্গাব্দ' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল।
এই সময়
নজরুলের
বয়স ছিল ২৮ বৎসর ১১ মাস।
- পত্রিকা:
প্রগতি পত্রিকা।
বৈশাখ
১৩৩৪ (এপ্রিল-মে
১৯২৮)। নজরুল-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল।
- গ্রন্থ:
-
বুলবুল
- প্রথম সংস্করণ [কার্তিক ১৩৩৫ বঙ্গাব্দ (নভেম্বর ১৯২৮)।
গান ১৬। বৃন্দাবনী সারঙ্ মিশ্র-দাদরা]
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭। বুলবুল। গান
১৬। বৃন্দাবনী সারঙ্ মিশ্র-দাদরা। পৃষ্ঠা: ১৬৩-১৬৪]
- রেকর্ড:
এইচএমভি। ডিসেম্বর ১৯৩০ (১৫ অগ্রহায়ণ -১৬ পৌষ ১৩৩৭ বঙ্গাব্দ)। রেকর্ড নম্বর এন ৩২৬২। শিল্পী হরিমতি।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি, সাতাশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। কার্তিক, ১৪১২/অক্টোবর
২০০৫ খ্রিষ্টাব্দ] অষ্টম গান
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামী গান)
- সুরাঙ্গ:
ঠুমরি
- তাল:
দাদরা
- গ্রহস্বর: সা