বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কে নিবি ফুল, কে নিবি ফুল
রাগ: তিলং-খাম্বাজ, তাল: কাহার্বা
কে নিবি ফুল, কে নিবি ফুল-
টগর যূথী, বেলা মালতী
চাঁপা, গোলাপ, বকুল, নার্গিস ইরানি-গুল॥
আমার যৌবন-বাগানে
হাওয়া লেগেছে ফুল-জাগানে,
চ'লে যেতে ঢ'লে পড়ি, খুলে পড়ে
এলো চুল;
তনু-মন আকুল আঁখি ঢুলুঢুল্।
(ওগো) ফুটেছে এত ফুল, ফুলমালী কই?
গাঁথিবে মালা করে?
সেই আশে রই;
এ মালা দেব কা'রে ভেবে সারা হই,
সহিতে পারি না এ ফুল-ঝামেলা, চামেলি-পারুল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩২ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ) মাসে টুইন রেকর্ড
কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- বনগীতি
- প্রথম সংস্করণ [১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯)। তিলং-খাম্বাজ মিশ্র-তাল ফেরতা।
গান ২। পৃষ্ঠা:
৩ ]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী।
ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। বনগীতি। গান ২। তিলং-খাম্বাজ মিশ্র-তাল ফেরতা। পৃষ্ঠা ১৭৭-৭৮।
- রেকর্ড:
টুইন
[জুন ১৯৩২ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ)।
এফটি ২০১৬। শিল্পী:
হরিমতী]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[নজরুল সঙ্গীত স্বরলিপি, ত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আষাঢ়, ১৪১৩/জুলাই
২০০৬]
কাশেম মল্লিক-এর রেকর্ডে গাওয়া গান অবলম্বনে কৃত স্বরলিপি।
অষ্টম গান।
স্বরলিপিতে লিখিত রেকর্ড নম্বর ভুল আছে
[নমুনা]
- সুরকার: নজরুল ইসলাম
- পর্যায়: