বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: সকাল সাঁঝে প্রভু সকল কাজে উঠুক তোমারি নাম
সকাল সাঁঝে প্রভু সকল কাজে উঠুক তোমারি নাম-
বেজে উঠুক তোমারি নাম।
নিশীথ রাতে তারার মত উঠুক তোমারি নাম-
বেজে উঠুক তোমারি নাম॥
তরুর শাখায় ফুলেল সম
বিকশিত হোক (প্রভু) তব নাম নিরুপম,
সাগর মাঝে তর্গ সম বহুক তোমারি নাম॥
পাষাণ শিলায় গিরি নির্ঝর সম বহুক তোমারি নাম
অকুল সমুদ্রে ধ্রুবতারা-সম জাগি’ রহুক তব নাম
প্রভু জাগি’ রহুক তব নাম।
শ্রাবণ দিনে বারি ধারার মত
ঝরুক ও নাম প্রভু অবিরত
মানস কমল বনে মধুকর সম লুটুক তোমারি নাম॥